জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Ichche Putul: পরীক্ষার দিন মেঘের কাছ থেকে বেরোলো টুকলির কাগজ! ময়ূরীর চক্রান্তে সৌরনীলের কাছে বদনাম মেঘের! বোন খুলবে ময়ূরীর মুখোশ, আসছে দুর্ধর্ষ পর্ব

সদ্য শুরু হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। দুই বোনের গল্প নিয়েই এই ধারাবাহিক। ধারাবাহিকটির প্রোমো দেখেই অনেকের মনে হয়েছিল, হয়তো এই ধারাবাহিক ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের কপি। যদিও শুরু হওয়ার পর দেখা যায়, গল্প দুটো আলাদা। ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই গল্পে লেখক এনেছেন বিয়ের ট্র্যাক।

ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র। ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে দুই বোনের মধ্যে বড় বোন অসুস্থ এবং ছোট বোন নিজের জীবন স্যাক্রিফাইস করে দিদিকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তারপরও বড় বোন ময়ূরী ছোট বোন মেঘকে পছন্দ করে না। আর ছোট বোন দিদির সব কথা মুখ বুজে সহ্য করে।

পাশাপাশি এও দেখা যায়, দিদির ছোট বোনের পছন্দের ছেলেকেও বিয়ে করতে চায় সে। যদিও ময়ূরী আর সৌরনীলের বিয়েতে বদল হয় কনে। ময়ূরীর বদলে সৌরনীল-এর সাথে বিয়ে হয়েছে মেঘের। তবে সকলের সামনে ময়ূরী ভালো সাজলেও সে মনে মনে রেগে আছে মেঘের উপর। আর তার জন্য সে সবসময় মেঘকে বিপদে ফেলার নানারকম ফন্দি করছে।

এবার আরও এক নতুন চক্রান্তের ফাঁদে পড়ল মেঘ। কলেজের পরীক্ষায় মেঘের ব্যাগ থেকে উদ্ধার হল টুকলি করার নোট। যা দেখে অবাক সৌরনীল। প্রধান শিক্ষক মেঘকে জিজ্ঞাসা করলে এবার আর মেঘ চুপ থাকে না। সে বোঝতেই পারে তার দিদি এটা করেছে। কিন্তু সে সকলের সামনে বলে ‘কে করেছে তা জানলেও, এখন বলার সময় আসেনি। সঠিক সময়ে সব জানতে পারবেন’। তবে সে আবার পরীক্ষা দিতে প্রস্তুত। তবে কি এবার মেঘ ময়ূরীর সব পর্দা ফাঁস করবে?

উল্লেখ্য, মেঘের সঙ্গে শ্বশুরবাড়িতে পা রেখেছিল দিদি ময়ূরীও। ময়ূরী নিজস্ব চলে বোনের ফুলশয্যাও আটকায়। মেঘকে বাজে সাজিয়ে অপমানিত করায়। অসুস্থ হওয়ার নাটক করে মেঘকে নিজের কাছে রেখে দেয়। এবার কলেজেও তার বদনাম করানোর চেষ্টা করে। তবে মেঘ ছোট থেকেই পড়াশোনায় খুব সিরিয়াস। তাই এবার সে ময়ূরীর কাজে হয়তো আর চুপ থাকবে না। মেঘের মুখের কড়া জবার দেখে এবার খুশি হল দর্শক।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page