জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বরফিকে ভালোবেসে ফেলেছে টিপু, এদিকে বরফি টিপুকে কাঁদতে দেখে ভুল বুঝল! সবথেকে ইমোশনাল এপিসোড আজকে দেখবেন আয় তবে সহচরীতে

আজ আয় তবে সহচরী তে দেখা যাবে অন্যতম আবেগঘন এপিসোড। বরফি টিপুকে অনেকদিন আগেই ভালোবেসে ফেলেছে। তবে টিপু যে বরফিকে ভালোবেসেছে সেটা নিজেই এতদিন বোঝেনি। আজকে দেখানো হবে সেই এপিসোড।

ইতিমধ্যে সুজাতা আর সুজাতার মা এসেছে সেনগুপ্ত বাড়িতে, টিপুকে বিয়ের কার্ড ছুঁড়ে মারবে সুজাতা। অন্যদিকে টিপু সরাসরি জানিয়ে দেবে যে সুজাতার কোন কিছুতেই তার যায় আসে না, সে অনেক দূর এগিয়ে গেছে জীবনে। যা শুনে চমকে যায় সুজাতা। সে ভাবতেই পারেনি তাকে টিপু ভুলে যাবে।

এরপর আজকে দেখা যাবে, টিপু ঘরে গিয়ে কাঁদবে, এবার সে বুঝতে পারবে বরফিকে সে ভালোবেসে ফেলেছে। কিন্তু বরফি দরজার আড়াল থেকে টিপুকে কাঁদতে দেখে ভাববে যে সুজাতার বিয়ের খবর শুনে টিপু কাঁদছে। সেও কষ্টে কেঁদে ফেলবে।

তাদের দুজনকে কষ্ট পেতে দেখে দর্শকদের চোখে জল এবং তারা মনেপ্রাণে চাইছেন যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটে যাক।একে অপরকে ভালোবাসার কথা তারা স্বীকার করে এবং নতুন এক প্রেম কাহিনীর জন্ম দিক আয় তবে সহচরী।

Piya Chanda

                 

You cannot copy content of this page