Connect with us

Bangla Serial

Mithai Director: যার জন্য মিঠাই আজ মিঠাই, সেই পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের আজ জন্মদিন! শুভেচ্ছায় ভাসলো পরিচালকের সোশ্যাল মিডিয়া, মিঠাইয়ের জনক জমিয়ে করলেন জন্মদিন পালন

Published

on

Rajendra Prasad scaled

বাংলা টেলিভিশনের জনপ্রিয় একটি ধারাবাহিক হলো “মিঠাই”। আর সেই ধারাবাহিকেরই নির্মাতা রাজেন্দ্র প্রসাদ দাসের আজকের জন্মদিন। বর্তমান সময়ের বাংলা টেলিভিশন জগতের একটি অন্যতম ধারাবাহিক মিঠাই, যা দেখতে বাংলার দর্শক ভীষণ পছন্দ করে। মিঠাই ধারাবাহিকটি শুরুর থেকে দর্শকের পছন্দের তালিকায় সবসময় সেরা থেকেছে।

এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা-অভিনেত্রীরা ছাড়াও যারা অভিনয় করেন তাদেরকেও দর্শক ভীষণ ভালোবাসে। প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা অদ্রিত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। বাংলা দর্শকদের কাছে তাদের জনপ্রিয়তা অগাধ। কিন্তু তাদের দুজনের সাথে যেসব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এই ধারাবাহিকে যেমন উদয়প্রতাপ সিং, ঐন্দ্রিলা সাহা, তন্বী লাহা রয়, বিশ্বজিৎ চক্রবর্তী, দিয়া মুখার্জি, ফাহিম মির্জা প্রমুখদের সবাইকেই দর্শক ভীষণ পছন্দ করে।

তবে শুধু অভিনেতা-অভিনেত্রীদেরই নয় এই ধারাবাহিকের নির্মাতাকেও ভীষণ পছন্দ করেন দর্শক। দর্শক মনে করে যে বাংলা টেলিভিশনে এত সুন্দর একটি ধারাবাহিক তৈরি যারা করেছে তাদের কৃতিত্ব সবার আগে। আর তাদের মধ্যেই একজন হলেন মিঠাই এর পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস।যার আজ জন্মদিন।

তিনি আজ সোশ্যাল মিডিয়ায় তার জন্মদিন পালনের একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি কেকের সামনে বসে আছেন, কখনো কেক কাটছেন ,আবার কখনো তার ছোট্ট মেয়েকে সেই কেক খাইয়ে দিচ্ছেন। তার সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন “আমার জন্মদিন পালন আমার বাড়িতে”। তার সুন্দর পরিবারের সাথে তার জন্মদিন পালন দেখে বাংলা টেলিভিশনপ্রেমী দর্শকরা তাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। মিঠাই প্রেমীরা তার ছবির কমেন্টে গিয়ে তাকে জন্মদিনের একাধিক শুভেচ্ছা বার্তা দিয়ে এসেছে।