আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), টলি জগতের অন্যতম পরিচিত মুখ। প্রধানত এই অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী অভিনীত ‘চলো পাল্টাই’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পরিচিতি লাভ করে। আরিয়ান আজকের দিনের তরুণীদের কাছে অন্যতম ক্রাশ বলা যেতে পারে।
অভিনেতা ২০০৮ সালে নীল রাজার দেশে সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে অভিনেতাকে মূলত বড়ো পর্দাতেই দেখা গেছে। অভিনেতার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘চলো পাল্টাই’, ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’, ‘লাভ চতুর্দশী’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ আরও অনেক।
আরও পড়ুনঃ বাংলার বিনোদন জগতে হাড্ডাহাড্ডি লড়াই! কোন ধারাবাহিক দখল করল প্রথম স্থান?
আরিয়ান বড়ো পর্দা থেকে অভিনয় যাত্রা শুরু করলেও পরবর্তীকালে তাঁকে ছোটো পর্দাতেও দেখা গেছে। স্টার জলসার ‘তিতলি’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক ঘটান। ইতিমধ্যেই আমার শোনা যাচ্ছে অভিনেতা কে লম্বা বিরতির পর দেখা যাবে সিরিয়াল জগতে। কিন্তু এই ধারাবাহিকে অভিনেতার বিপরীতে কে আছে কিংবা কোন চ্যানেল, সিরিয়ালের নাম কিছুই জানা যায়নি।