জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“১০৪ জ্বর গায়ে প্যারাসিটামল খেয়েও কাজ করতে হয়েছে!” টেলিভিশনের অভিনেতাদের চাপের জীবন নিয়ে মুখ খুললেন রণজয় বিষ্ণু

বিনোদন জগতের সঙ্গে যারা লিপ্ত রয়েছেন তাঁরাই জানেন একমাত্র এই পেশা মানুষের জীবনে কতটা অনিশ্চিয়তা এনে দিতে পারে। তাই, অভিনেতা বা অভিনেত্রীদের কাছে যখন কাজ থাকে তখন তাঁরা মন-প্রাণ দিয়ে সেই কাজ করতে চায় যাতে আগামী দিনে কাজ পেতে কোনো অসুবিধা না হয়।

প্রসঙ্গত, যাঁরা টেলিভশনে অর্থাৎ ধারাবাহিকে কাজ করেন তাঁরা প্রজেক্ট চলাকালীন সেই অর্থে কোনো ছুটি পায় না। এমনকি, সাপ্তাহিক একটা ছুটিও তাঁদের কপালে জোটে না। আর, এই কাজের ছুটি নিয়ে স্পষ্ট বক্তব্য রাখলেন অভিনেতা রণজয় বিষ্ণু।

বর্তমানে, এই অভিনেতা জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। কাজ নিয়ে অভিনেতা বললেন, ‘আমরা এখন হাতে গরমে এপিসোড দিই। সকালে ভাজি রুটি আর রাতে স্যান্ডউইচ’ অর্থাৎ যেদিন এপিসোড শুট হয় সেইদিনই টেলিকাস্ট হয়।

আর, কাজ থেকে বিরতি পাওয়া নিয়ে বললেন ইনি কোনদিন আজ থেকে ছুটি নেওয়ার কথা বলেন না আর বললেও চ্যানেল কর্তৃপক্ষ থেকে কোন ছুটি দেওয়া হবে না। কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি আরো জানান, এমনও হয়েছে গায়ে ১০৪ জ্বর নিয়ে শুট করেছেন। অর্থাৎ রনজয় তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চাইলেন যারা ধারাবাহীকে কাজ করেন তাঁদের জীবন মোটেই সুখকর নয়।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page