জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুণ খবর! ফের পর্দায় ফিরছে ‘ভুতু’! কোথায়, কোন চরিত্রে দেখা যাবে আর্শিয়াকে?

‘ভুতু’, এক সময় জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি ছিল এটি। এই সিরিয়ালের মুখ্য চরিত্র ভুতুই ছিল গল্পের মূল আকর্ষণ। স্বভাবে সে ভূত হলেও একরত্তির সেই মায়া ভরা মুখটা ভুলতে পারেনি আজও অসংখ্য সিরিয়ালের দর্শক। সেই শিশু শিল্পীর নাম আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee)

কিন্তু সেই ভূতই আজ হয়ে উঠেছে কিশোরী। ছোট্ট ছোট্ট পায়ে পার করে ফেলেছে জীবনের অনেকগুলো বছর। এই শিশু অভিনেত্রী কি শেষ দেখা গেছিল স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে। এরপর থেকে পর্দায় আর একেবারেই দেখা যায়নি অভিনেত্রীকে।

আর্শিয়া মূলত তাঁর পড়াশোনার জন্যই অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন। তবে, বর্তমানে দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় পর্দায় ফিরতে চলেছেন আর্শিয়া। কিন্তু, টেলিভিশনে নয়। অভিনেত্রীকে এইবারে দেখা যাবে ওটিটি জগতে। এই প্রথম ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, এই সিরিজে সকলের প্রিয় ছোট্ট ভুতুকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সিরিজের নাম ‘স্বর্গরথ সরগরম’। ‘প্ল্যাটফর্ম এইট’-এর এই সিরিজ থাকবে পুরো কমেডিতে ভরপুর। দীর্ঘদিন পর আর্শিয়াকে নতুন রূপে দেখার জন্য অনেক দর্শকেরাই আগ্রহী হয়ে রয়েছেন। এখন দেখার বিষয় একটাই, সেই ছোট্ট ভুতু নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের কতটা মন জয় করতে পারে?

Piya Chanda