এই মুহূর্তের টেলি জগতে জানা গিয়েছে খুশির খবর। বহুদিন পর ছোটপর্দায় আবারও কামব্যাক করতে চলছে উমা ওরফে শিঞ্জিনী চক্রবর্তী (Sinjini Chakraborty)। টলিউডের ছোট ফোর তার এই জনপ্রিয় অভিনেত্রী উমা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। কিন্তু পরবর্তী সিরিয়াল ৯ মাসের বেশি চলেনি বলে কিছুদিনের মধ্যেই যবনিকা পড়ে যায়।
এরপরে এই অভিনেত্রীকে দেখতে পাওয়া যায় পঞ্চমী সিরিয়ালে। এই মুহূর্তে শুনতে পাওয়া যাচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে এই অভিনেত্রীকে। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার অপরাজিতা ঘোষের আগামী সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন শিঞ্জিনী। এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার অষ্টমী ধারাবাহিকে।
ইতিমধ্যেই অপরাজিতা ঘোষের চিরসখা ধারাবাহিকের একটি প্রমো সকলের প্রকাশ্যে এসেছে। মূলত এই ধারাবাহিকটি অন্য ধারার প্রেমের গল্পকে তুলে ধরতে চলেছে। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অপরিচা ঘোষ এবং সুদীপ মুখোপাধ্যায়কে। এছাড়াও, অনুসূয়া মজুমদার ফাল্গুনী চ্যাটার্জী, রেশমি সেন, চন্দন সেনের রাজা গোস্বামীর মতো জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রীদের দেখা যাবে।
আরও পড়ুনঃ দুঃসংবাদ! ফুলকি ধারাবাহিক ছাড়লেন নায়ক! হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
কিন্তু এই সিরিয়ালে শিঞ্জিনী অভিনয় করার কথা হলেও অভিনেত্রী নিজের মুখে কোনো কিছুই প্রকাশ করে ওঠেননি। এমনকি তাঁর চরিত্রের কোনো বিবরণও পাওয়া যায়নি। এই ধারাবাহিকের স্টারকাস্ট দেখে যথেষ্ট আগ্রহী হয়ে রয়েছেন সিরিয়াল প্রেমীরা। দর্শকদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই অভিনেত্রীর অনেক অনুরাগীরাই খুশি হয়েছেন।