জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এক হল জ্যাস-স্বয়ম্ভু! হাতে হাত করা পড়লো মেহেন্দি- উৎসবের, জমে ক্ষীর জগদ্ধাত্রী

বাংলা টেলিভিশন জগতে অন্যতম জনপ্রিয় সিরিয়াল জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’তে (Jagatdhatri) এই মুহূর্তে বইছে খুশির হাওয়া। সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। বেনারসে ঘাটে যাওয়া শত কাণ্ডের পর পুলিশের হাতে ধরা পড়েছে মেহেন্দি এবং উৎসব। বেনারসের ঘাটে জগদ্ধাত্রী অস্থি বিসর্জনের সময় প্ল্যান মাফিক মেহেন্দি স্বয়ম্ভুকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু শেষে এসে রক্ষা করল জ্যাস অর্থাৎ জগদ্ধাত্রী।

এই পুরো দৃশ্যটায় আড়াল থেকে দেখে বড়দি অর্থাৎ কৌশিকী এবং বললেন, “অনেক কষ্টের পরে তোমরা একসাথে হয়েছ এবার কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে। আমরা কিন্তু এখানে আর বেশি সময় থাকতে পারবো না।” এরপরেই গল্পে আসে আর একটা ছোট্ট টুইস্ট। আবার অন্যদিকে দেখা যায়, দিব্যা মনে মনে ভাবতে থাকে এতক্ষণে হয়তো কাজ হয়ে গেছে। আর এই কথা ভাবতে ভাবতেই চলে আসে প্রীতি। প্রীতি এসে যাবতীয় কাগজপত্র এবং পেনড্রাইভ তুলে দেয় দিব্যার হাতে। এরপরেই প্রীতি এবং দিব্যার মধ্যে কথা বলতে গিয়ে চিন্তা হতে থাকে মেহেন্দির কাছ থেকে কোনো খবর পাচ্ছে না বলে।

দিব্যার মনের মধ্যে সন্দেহ চলাতে ফোন করে মেহেন্দিকে এবং ফোনের ওপার থেকে গলা পায় কৌশিকীর বলে, মেহেন্দি এখন বেনারস পুলিশের হেফাজতে। এরই সঙ্গে বেশ কিছু কথা শুনিয়ে দেয় তাঁকে। এর সঙ্গে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী দিব্যাকে অনেক কথাও শোনায় বলে, এই পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ বেঁচে আছে, তাই সমাজটা চলছে।

আরও বলেন, আপনি কিছুই করে উঠতে পারলেন না শাস্তি কিন্তু আপনিও পাবেন। এরপর, তিনজনেই কলকাতায় ফিরে আসে এবং জগদ্ধাত্রী তাঁর মেয়েকে দেখতে পায়। তাহলে এই সিলিয়ালের দর্শকদের মনের এখন একটাই প্রশ্ন, মেহেন্দি-উৎসবের পর কি দিব্যাও শাস্তি পাবে তাঁর অপরাধের?

Tolly Tales