জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিজে দাঁড়িয়ে থেকে স্বামীর বিয়ে দিয়ে বিরাট উদাহরণ সৃষ্টি করে কটাক্ষের মুখে কোন গোপনের শ্যামলী!

“কোন গোপনে মন ভেসেছে বৃষ্টি নামার পরে… “- বাংলা সিনেমা জগতে অতি জনপ্রিয় এই গানের লাইন এক সময় মন কেড়েছিল শ্রোতাদের। বর্তমানে বিভিন্ন সিরিয়ালের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিরিয়াল জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche)’। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য এবং রনজয় বিষ্ণুকে। পর্বের শুরুর দিক থেকেই বিশেষভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক।

অনেক সময় আমরা সিরিয়ালে দেখেছি স্বামী স্ত্রীয়ের সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে বিচ্ছেদ ঘটিয়েছে তাদের মধ্যে। পুনরায় আবার সেই সম্পর্ক জোড়াও লেগেছে। এই সিরিয়ালও যে এই বিষয়ে খুব একটা ব্যতিক্রম তা কিন্তু নয়। বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে শ্যামলী অর্থাৎ শ্বেতা তাঁর নিজের হাতে স্বামীর বিয়ের জোগাড় করছেন। শ্যামলী এবং অনিকেতের মধ্যে মান অভিমানের পালা এতটাই বেড়েছে যে, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অনিকেত বিয়ে করতে রাজি হয়েছে।

shyamli gave threat to aniket new promo of kon gopone mon veseche is out now

বিয়েতে রাজি হয়েছে এই আশাতে যে, শ্যামলী একবার হলেও তাঁকে এই বিয়েটা থেকে আটকাবে। ভেঙে যাবে সম্পূর্ণ মান-অভিমানের পালা। কিন্তু তা তো দেখা যাচ্ছে না একেবারেই বরং খুবই ব্যস্ততার সঙ্গে নিজের হাতে সবকিছু সাজিয়ে তুলছেন শ্যামলী। এই দৃশ্য দেখে বেজায় রেগে যাচ্ছেন ধারাবাহিক প্রেমীরা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করেছে শ্যামলীতে। বিশেষ করে একজন মন্তব্য করে বলছেন, ‘আমাদের মহান শ্যামলী আন্টি অনিকেতদার অবশেষে বিয়ে দিয়ে দিল। শ্যামলী অ্যান্টি নিজের সতীন নিয়ে আসলো। যদিও আমি এটাই চেয়েছিলাম, অহনার সাথে বিয়ে হোক অনিকেতের। এটাই হল।’ এমনকি এই সিরিয়াল প্রেমী এতটাই বিরক্ত বোধ করছে শ্যামলীর উপর অবশেষে বলে বসলেন, ‘ সবাই শিখে নিন কিভাবে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে আবার নিজের স্বামীকেই বিয়ে দিতে হয়’।

এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট করে বোঝাই যাচ্ছে এই ধারাবাহিকের অনুরাগীরা খানিক বিরক্তবোধ নিয়েই দেখছেন এই সিরিয়াল। এমনকি অনুরাগী তা বোঝাতে চাইছেন নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে আবার নিজের স্বামীকেই বিয়ে দেবার দৃষ্টান্ত সৃষ্টি করছেন শ্বেতা ওরফে শ্যামলী। তবে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন অবশেষে কি কোনদিনও মিল দেখতে পাবে এই জুটির?

TollyTales NewsDesk