জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘কাঁকনের জীবনের বড়ো পদক্ষেপ!’ রুপালি পর্দায় পা রাখতে চলেছে দেবাঙ্গনা ওরফে ‘জগদ্ধাত্রী’র কাঁকন

“ছোট্টো ছোট্টো পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো”- হংসরাজ সিনেমার গানের এই কলি যেনো মানুষের জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে। আচ্ছা, সকলের প্রিয় সেই ছোট্টো কাঁকনকে মনে আছে? সে আজ ছোটো ছোটো পা ফেলে জীবনে এগিয়ে যাচ্ছে অনেকটা।

জগদ্ধাত্রী সিরিয়ালের কৌশিকীর মেয়ে ছিল কাঁকন, যে কথা বলতে না পারলেও ইশারায় সবটাই বুঝিয়ে দিত। এইরকম করেও ধারাবাহিকে অনেক অপরাধীকেও শাস্তি দিয়েছে। কাঁকনের আসল নাম দেবাঙ্গনা ফৌজদার। সিরিয়ালের গল্প বছর কুড়ি পার করেছে বলে ছোটো কাঁকনের তাঁকে আর দেখা যাচ্ছে না ছোটো পর্দায়।

কিন্তু, ছোটো পর্দায় দেখা না গেলেও মন খারাপের বিন্দুমাত্র সুযোগ দেবে না দেবাঙ্গনা ওরফে কাঁকন তাঁর দর্শকদের। বর্তমানে, শোনা যাচ্ছে কাঁকন আসছে বড়ো পর্দায়। রুপোলি পর্দার সিনেমায় ডেবিউ করতে চলেছে দেবাঙ্গনা। রোহন সেন পরিচালিত আসন্ন ছবি ‘নায়িকা’তে শিশুশিল্পীর চরিত্র দেখতে পাওয়া যাবে কাঁকনকে।

রোহান সেনের এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং ইশা সাহা। প্রিয়াঙ্কা ইসা ছাড়াও এই সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় পাঠ করতে লিখতে পাওয়া যাবে লাবণ্য সরকার শুভ্রজিৎ দত্ত এবং আরও অনেকে। তবে এই সিনেমায় দেবাঙ্গনা কোন চরিত্রে অভিনয় করবে তা এখনো জানা যায়নি। কিংবা এই সিনেমা কবে প্রকাশ পাবে তাও কিছু বিস্তারিতভাবে জানা যায়নি। কাঁকন চরিত্র ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে শিশু শিল্পী হয়েও যেমন সকলের মন জয় করে নিয়েছিল তেমনই বড় পর্দাতেও অভিনয় করে নিজের স্থান তৈরী করবে বলে আশা করা যায়।

Pabitra

                 

You cannot copy content of this page