মাতৃহারা টলিউড (Tollywood) পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। রবিবার দিন শোকের ছায়া নামলো গঙ্গোপাধ্যায় পরিবারে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চলছিল চিকিৎসা। মা অসুস্থ থাকায় চিন্তায় ছিলেন কৌশিক। আগের দিন শনিবার বলছিলেন ‘মা মৃত্যু শয্যায় লড়াই করছেন।
পরিচালক জানিয়েছিলেন, তাঁর মায়ের এখন-তখন অবস্থা। কী হবে বলতে পারছি না।’ মাকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন তিনি। রবিবার দিন প্রয়াত হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের মা। আগের দিন থেকে চিন্তায় ছিলেন তিনি। মাতৃহারা হয়ে ভেঙে পড়লেন পরিচালক কৌশিক গাঙ্গুলী।
মায়ের শেষকৃত্য সেরে প্রতিবাদ মিছিলে কৌশিক!
এদিকে এদিন ছিল টলিউডের প্রতিবাদ মিছিল। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছেন টলি পাড়ার শিল্পীরা। টেকনিশিয়ান ষ্টুডিও থেকে এগিয়ে চলে মিছিল। তিলোত্তমার প্রতিবাদ মিছিলে যোগ দিলেন কৌশিক গাঙ্গুলিও। মায়ের শেষকৃত্য সেরেই প্রতিবাদ মিছিলে যোগদান করলেন তিনি। বুকে পাথর চাপা দিয়ে বিচারের আশায় কৌশিক।
টলিপাড়ার প্রতিবাদ মিছিলের কথা কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। টলি অভিনেতা অভিনেত্রীরা কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো রাত দখলের রাতে পথে নেমে একাত্ম হয়েছেন মহিলাদের সঙ্গে। বিচারের দাবিতে রবিবার ছিল তাদের জমায়েত কর্মসূচি। আর সেখানেই যোগ দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
মিছিলে যোগদান করেছিলেন প্রায় গোটা টলিউড। দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, শ্বাশত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অরিন্দম শীল, জিতু কামাল, পরমব্রত চ্যাটার্জী-সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। সকলের একটাই দাবি এবার ন্যায়বিচার পাক তিলোত্তমা।