জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাড়ির লোকেদের ফাঁদে পা দিয়ে মিত্তির বাড়িতে এলো জোনাকি! কেক কেটে পালন হল দাদু ঠাম্মির বিবাহ-বার্ষিকী! তবে কি এবার ধ্রুব-জোনাকির মধ্যে দূরত্ব মিটবে, শুরু হবে ভালোবাসার পথচলা?

অবশেষে, মিত্তির বাড়িতে পা দিল জোনাকি। বিগত বেশকিছুদিন যাবৎ পারিবারিক নানা ভুল বোঝাবুঝির কারণে ধ্রুব-জোনাকির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল। কিন্তু, এখন কিছুটা হলেও পরিস্থিতি শিথিল হয়েছে। আর, সেই জন্যই মিত্তির বাড়ি সবাই চায় যা কিছু ভুল বোঝাবুঝি আছে তা সব মিটিয়ে বাড়িতে ফিরে আসুক জোনাকি।

Mittir Bari, Bengali Serial, Zee Bangla, upcoming episode, Parijat Chaudhuri, Adrit Roy, Ananya Guha, New Promo, মিত্তির বাড়ি, বাংলা সিরিয়াল, জি বাংলা, আপকামিং এপিসোড, পরবর্তী পর্ব, পারিজাত চৌধুরী, আদৃত রায়, অনন্যা গুহ, নতুন প্রোমো

কিন্তু, জোনাকি তাতে নারাজ। দাদু-ঠাম্মা থেকে শুরু করে কেউই বাড়ির সবাই তাঁকে বাড়িতে ফেরাতে ব্যর্থ হয়েছে। তাই, মিত্তির বাড়ির সদস্যেরা পেতেছে নতুন ফাঁদ। তাঁরা ঠিক করেছে দাদুর শরীর খারাপের নাটক করে বাড়িতে ফেরাবে জোনাকিকে।

তাই, এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাচ্ছে জোনাকি এসেছে মিত্তির বাড়ির দোরগোড়ায়। আর, বাড়িতে পা রাখা মাত্রই বাড়ির সবাই হাততালি দিয়ে বরণ করে বাড়িতে আহ্বান করে জোনাকির। এই সময় জোনাকি বলে, তাহলে দাদুর শরীর খারাপের কথা সবটাই নাটক।

এই সময় দাদু বলে, আজ তাঁর আর ঠাম্মির বিশেষ দিন। দাদু আরও বলে, সে মন থেকে চেয়েছিল জোনাকি যেনো বাড়িতে যায়। এরপর, দাদু আবদার রাখে তাঁর নাতবৌয়ের কাছে। দাদু বলে, জোনাকি আজ তাঁদের ফুলশয্যার খাট সাজাবে। তবে, কী সব অশান্তির শেষে কী মিল হবে ধ্রুব-জোনাকির?

Piya Chanda

                 

You cannot copy content of this page