জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিউডের মুখ ভার! বন্ধ হল বাংলা সিরিয়ালের শুটিং, কি রয়েছে টলি পাড়ার ভবিষ্যতে?

শেষ হচ্ছে পর্ণা-সৃজনের যাত্রা। ইতিমধ্যেই, বাংলার দর্শকেরা জানতে পেরেছে এই মাসেই যবনিকা পরতে চলেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু ধারাবাহিকে। এই খবর সিরিয়াল প্রেমীরা শোনা মাত্রই হয়েছে তাঁদের মুখ ভার। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় রুবেল দাস (Rubel Das) ও পল্লবী শর্মাকে।

এই সিরিয়ালের দর্শকেরা পরবর্তীকালে পল্লবীকে মিস করলেও কোনো মতেই মিস করবে না রুবেলকে। কারণ, ‘নিম ফুলের মধু’ শেষ হতে না হতেই অভিনেতাকে নির্বাচন করা হয়েছে আগামী দিনের নতুন ধারাবাহিকের জন্য। চলতি মাসে রুবেলের নতুন ধারাবাহিকের প্রথম প্রমো শুট করার কথা আছে।

রুবেলের বিপরীতে এই ধারাবাহিকে দেখা যাবে নবাগতা অভিনেত্রী মধুরিমা চক্রবর্তীকে। সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু মাঝে সৃষ্টি হল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। বর্তমানে জানা যাচ্ছে, দাসানি ওয়ান স্টুডিওতে নতুন ধারাবাহিকের জন্য সেট তৈরি হচ্ছিল কিন্তু হঠাৎই সব বন্ধ হয়ে যায়। সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই নতুন প্রোডাকশনের প্রথম ধারাবাহিকের জন্য প্রস্তুতি আরম্ভ হয়ে গিয়েছিল গত ২৭শে জানুয়ারি থেকে।

কিন্তু এই সব কিছুর মাঝেই সামাজিক মাধ্যমে বাংলার দর্শকদের কাছে এলো একটি খারাপ খবর। টেলি পাড়ার অভ্যন্তরীণ কিছু সমস্যার জেরে বন্ধ হয়ে যায় সেট তৈরির কাজ। আবার কাজ কবে থেকে শুরু হবে তা জানা যায়নি। ইতিমধ্যে অন্যান্য সিরিয়ালের কলাকুশলীরা কাজ বন্ধ করে দিয়েছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে এবং চালু হবে সিরিয়ালের শুট।

Soumi

                 

You cannot copy content of this page