জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জবর খবর! ছোটপর্দায় ফিরছেন ‘গৌরী এলো’ খ্যাত মোহনা মাইতি! বিপরীতে রুবেল!

আর কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। অবশ্য, এই খবর বাংলার দর্শকদের কাছে পৌঁছে গেছে অনেক দিন আগেই। ছোট পর্দা থেকে পর্ণা-সৃজন বিদায় নিলেও রুবেলকে দেখতে পাবেন সিরিয়াল (serial) প্রেমীরা। আগামীদিনে জি বাংলার নতুন ধারাবাহিকী নায়কের ভূমিকায় আবারও আস্তে চলেছে রুবেল দাস (Rubel Das)

জি বাংলার আসন্ন ধারাবাহিকের মাধ্যমে বেশ অনেকদিন পর ফিরতে চলেছে গৌরী এলো’র গৌরী অর্থাৎ মোহনা মাইতি। এই অভিনেত্রীকে শেষ দেখা গেছিল ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে। প্রাথমিকভাবে এই অভিনেত্রী ছিলেন ‘ডান্স বাংলা ডান্স’-এর এক প্রতিযোগী। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

অনেকদিন ধরেই দর্শকেরা অভিনেত্রীর অপেক্ষায় ছিলেন। শোনা যাচ্ছে, দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ছোট পর্দায় ফিরতে চলেছে মোহনা। সূত্রের খবর, শ্রীজিৎ রায় এবং শোভনের উদ্যোগের নতুন প্রযোজনা সংস্থার হাত ধরে আসতে চলেছে এই ধারাবাহিক।

এই সিরিয়ালে প্রথমবারের মতো জুটি বাধ্য চলেছে রুবেল-মোহনা। তবে, এই ধারাবাহিকের নাম কিংবা গল্প তা কোনো কিছুই জানা যায়নি। এমনকি, এই সিরিয়ালের সম্বন্ধে যাবতীয় কিছু বিষয় নিয়ে কোন মন্তব্য করেনি নায়ক-নায়িকারা। অবশেষে এখন দেখার বিষয় একটাই যে টেলি জগতের এই নতুন জুটি কতটা পছন্দ হয়ে ওঠে দর্শকদের?

Piya Chanda

                 

You cannot copy content of this page