প্রতি বৃহস্পতিবার এর মতো এই সপ্তাহের বৃহস্পতিবারও বেরিয়ে গেল বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা। আর নতুন বছর পড়ার পর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে টিআরপি তালিকায় প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান সবসময়ই অধিকার করছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং জি বাংলার জগদ্ধাত্রী। এই মুহূর্তে বাংলা টেলিভিশনে এই দুটো ধারাবাহিককে টক্কর দেয়ার মত ধারাবাহিক এখন নেই বললেই চলে।
এবারেও ৮.৮ পেয়ে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং ৮.৬ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী। প্রতিদিনই এই দুটি ধারাবাহিক টান টান উত্তেজনার পর্ব দেখাচ্ছে। তবে জি বাংলার এই ধারাবাহিক শুধু প্রথম থেকেই একেবারে অন্য ধরনের একটি গল্প নিয়ে এসেছে। সাংসারিক কুটকচালী থেকে দূরে ডিটেকটিভ ধর্মী গল্প তুলে ধরেছে জগদ্ধাত্রী।
যা শুরুর প্রথম থেকেই দর্শকদের মনে ধরেছে তা বলাই বাহুল্য। কারণ টি আর পি তালিকায় প্রথম থেকে বেশ ভালো ফল করে আসছে এই ধারাবাহিক। প্রথমে অবশ্য টিআরপি তালিকায় পরপর কয়েক সপ্তাহ শীর্ষস্থানেই দেখা গেছে জগদ্ধাত্রীকে। সেটা নতুন বছর পড়ার সাথে সাথে বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এখন জগদ্ধাত্রীকে দেখা যায় দ্বিতীয় স্থানে।
ধারাবাহিক কর্তৃপক্ষ গল্পের প্রায় প্রতি সপ্তাহেই আনছে নতুন নতুন মোড়। যার ফলে আবার একবার জগদ্ধাত্রীকে শীর্ষস্থানে দেখা গেলেও যেতে পারে। তবে ভক্তরা প্রায় দিন সোশ্যাল মিডিয়াতে এই আবেদন করেন ধারাবাহিক নির্মাতাদের কাছে। কিন্তু এবার দেখার যে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে হারিয়ে কবে আবার টিআরপি তালিকার শীর্ষস্থানে দেখা যায় জগদ্ধাত্রীকে আর আদেও সেটা দেখা যায় কিনা!
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগে ছোঁয়া (৮.৮)
২য় •• জগদ্ধাত্রী (৮.৬)
৩য় •• গৌরী এলো (৮.০)
৪র্থ •• নিম ফুলের মধু (৭.৮)
৫ম •• খেলনা বাড়ি (৭.৫)