জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি পিছিয়ে গেল গাঁটছড়া! কে এগিয়ে ‘মিঠাই’ না ‘মন ফাগুন’? সময় খারাপ ধুলোকণার

ধারাবাহিক গুলিতে সর্বদাই টিআরপির রেষারেষি লেগে থাকে। আর তাই প্রতিদ্বন্দী চ্যানেলগুলিতে একের পর এক ধারাবাহিকে আসে নানা ধরনের টুইস্ট। কোনো কোনোটা এই দৌড়ে পিছিয়ে যায় আর কোনো কোনোটা বাজিমাত করে দেয়। দেখা যাক চলতি সপ্তাহে আপনাদের পছন্দের ধারাবাহিক, পছন্দের তারকারা কেমন ফলাফল করল।

এবারেও সেরা ‘গাঁটছড়া’। যদিও নম্বর অনেকটা কমে গেলো। গত সপ্তাহে ছিল ১০.৩ আর এই সপ্তাহে হয়েছে ৯.৬। সিংহরায় পরিবারে খড়ির লড়াই কি আর ভালো লাগছে না দর্শকদের? দ্বিতীয় স্থানে ঋষি-পিহুর ভালোবাসায় ‘মন ফাগুন’ এসে গিয়েছে। সিড-মিঠাইয়ের প্রেমের জেরে ‘মিঠাই’ ফিরে এসেছে টপ ৩-এ। এদিকে ফল খারাপ ‘ধুলোকণার’। আগেরবার লালন-ফুলঝুড়ি ছিল ২ নম্বরে। কিন্তু এবার সেটা নেমে গেলো সাতে। আর ‘খুকুমণি হোম ডেলিভারি’ ও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ছিটকে গেল টপ ১০ থেকে। এত বড় রদবল সত্যি কম হয়!

অর্থাৎ এই সপ্তাহে একেবারেই ভালো ফল করতে পারেনি জি বাংলা। বরং, সেরা ৭-এ শুধু নিজের জায়গা ধরে রাখতে পারলো ‘মিঠাই’।

Piya Chanda

                 

You cannot copy content of this page