Bangla Serial

TRP: মোড় ঘোরানো টিআরপি! জগদ্ধাত্রীকে ধাক্কা মেরে এগিয়ে এলো নিম ফুল! পুলিশ অফিসার vs সাংবাদিকের হাড্ডাহাড্ডি লড়াই

বাংলা টেলিভিশনে বৃহস্পতিবার এলেই দর্শকদের হার্টবিট বেড়ে যায় তার কারণ হলো এই দিনেই সামনে আসে টিআরপি ফলাফল যা থেকে সিরিয়ালের ভবিতব্য নির্ণয় করা যায়। আজ এসে গেছে সেই দিন।

আর সামনে এলো ধারাবাহিকের ফলাফল। স্কোরকার্ড দেখে মাথায় হাত দর্শকদের। এমন কিছু ঘটেছে যেটা এর আগে আশা করা যায়নি বা ঘটার সম্ভাবনা ছিল না বললেই চলে। অন্তত দর্শকরা তেমনি ভেবেছিল কিন্তু দর্শকদের ভাবনা চিন্তাকে গুঁড়িয়ে দিয়ে একেবারে অন্যরকম স্কোর এসে দাঁড়িয়েছে।

অসাধারণ ফলাফল এসেছে যেখানে দেখা যাচ্ছে এতদিন ধরে তালিকায় দ্বিতীয় স্থানে ছিল যে সিরিয়াল সে এখন তৃতীয় স্থানে চলে এসেছে এবং উঠে এসেছে জি বাংলার অন্য আরেক ধারাবাহিক। আমরা কথা বলছি জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধুকে নিয়ে। টিআরপি ফলাফল বলছে জগদ্ধাত্রী তৃতীয় স্থানে এবং নিম ফুলের মধু যথারীতি দ্বিতীয় স্থানে অর্থাৎ একেবারে বেঙ্গল টপার এর নিচে আশ্রয় নিয়েছে।

একদিকে যেখানে জগদ্ধাত্রী পুলিশ অফিসার এবং তার বিভিন্ন ধরনের কান্ড কারখানা এতদিন ধরে তাকে টিআরপিতে উঁচু স্থানে রেখেছে এখন সেখানে সাংবাদিক পর্নার কীর্তি দর্শকদের বেশি ভালো লাগছে। আসলে এই মুহূর্তে জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী ধীরে ধীরে পুলিশ অফিসার থেকে গোয়েন্দা হয়ে উঠছে এবং বিভিন্ন ধরনের রহস্য সমাধান করছে একে একে। একদিকে যেমন শাশুড়ি বৌমার সাংসারিক ঝামেলা অশান্তি রয়েছে তার পাশাপাশি আধুনিক মেয়ে সে কিভাবে সমস্ত সাংসারিক কাজকর্ম সামলে এবং নিজের শাশুড়িকে সামলে সাংবাদিকতার কাজ করে যাচ্ছে সেটা দেখানো হয়েছে।

দুটি ধারাবাহিক নারী কেন্দ্রিক সেটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু তার মধ্যে বৈচিত্র বেশি রয়েছে নিম ফুলের মধু ধারাবাহিকে। একটি মেয়ে একইসঙ্গে সংসার এবং কাজ সামলাচ্ছে একেবারে পটু হাতে, সেটা দেখানো হয়েছে নিম ফুলের মধ্যে ধারাবাহিকের। অন্যদিকে দর্শকদের কাছে জগদ্ধাত্রী ধারাবাহিক ক্রমাগত একঘেয়ে হয়ে উঠছে কারণ সেখানে একে একে সব ক্রিমিনাল হয়ে যাচ্ছে একজন ক্রিমিনালকে চাপা দিতে গিয়ে। গল্প নিয়ে এই মুহূর্তে বিশেষ বৈচিত্র্য নেই।

এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা বেঙ্গল টপার ফলাফল:

১ম •• অনুরাগের ছোঁয়া (৭.০)
২য় •• নিম ফুলের মধু (৫.৯)
৩য় •• জগদ্ধাত্রী (৫.৮)
৪র্থ •• খেলনা বাড়ি (৫.৭)
৫ম •• গৌরী এলো (৫.৬)

TollyTales Entertainment Desk