Bangla Serial

TRP: খেল দেখালো টিআরপি তালিকা! ফেল অনুরাগের ছোঁয়া, ছক্কা হাঁকালো জি বাংলা! বিরাট বদল লিস্টে

প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই সপ্তাহে হাতে এলো সিরিয়ালের ফলাফল। বিরাট অদল বদল হয়েছে সেখানে। এই দিনে বহু সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করা হয়ে যায় দর্শকদের। টিআরবি ফলাফল দেখে আগামীকালে চ্যানেল কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটা অনুমান করা যায়। দেখতে গেলে সব সিরিয়াল দর্শকদের মনোরঞ্জন করতে বিন্দুমাত্র খামতি রাখতে চায় না। কিন্তু উনিশ বিশ হয়েই যায়।

টিআইপির উপরেই এখন নির্ভর করে বহু সিরিয়ালের ভাগ্য। যারা ভালো ফলাফল করছে তাদের ক্ষেত্রে তেমন বিশেষ কিছু পরিবর্তন না হলেও যারা খারাপ ফলাফল করেছে তাদের ক্ষেত্রে স্লট পাল্টে দেওয়া কিংবা বন্ধ করে দেওয়া এগুলো খুব সমসাময়িক ঘটনা। আজকাল এমনটা মাঝে মাঝেই হচ্ছে এটা বলাই যায়।

সেই হিসেবে আজকের ফলাফলে বিরাট বদল এসেছে। ১৭ বার টপার হতে হতে আর হতে পারলো না অনুরাগের ছোঁয়া। দারুণ চাল চেলে দিলো জি বাংলা। কারণ এবার সেরা জগদ্ধাত্রী। আর পিছিয়ে দ্বিতীয় স্থানে অনুরাগের ছোঁয়া। শুরু থেকেই টিআরপি ছাড়াও জনপ্রিয়তার নিরিখেও ভালো ফল করেছে জগদ্ধাত্রী। কিন্তু নতুন বছর পড়ার পর থেকে অনুরাগের ছোঁয়া একবারও তাকে টপকে যেতে দেয়নি জগদ্ধাত্রীকে। এবার এমনটাই হলো। তবে মাঝখানে গল্পে ক্রিমিনালদের নিয়ে বেশি দেখানোয় রেগে গিয়েছিল দর্শকরা। অবশেষে তার মধ্যে বিয়ের ট্র্যাক আনল জগদ্ধাত্রী। বোঝা যাচ্ছে এবার এটা মনে ধরেছে দর্শকদের।

এদিকে শুরুর সাথে সাথে দারুণ ফল করেছে মুকুট। ট্রেন্ড- এ উঠে এলো। মিঠাইয়ের কাছে যদিও পরাজিত তবে খাতা খুললো এটাই খুশি ভক্তরা।

এক ঝলকে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:

১ম •• জগদ্ধাত্রী ৮.০

২য় •• অনুরাগের ছোঁয়া ৭.৯

৩য় •• নিম ফুলের মধু ৭.৮

৪র্থ •• গৌরী এলো ৭.৫

৫ম •• পঞ্চমী ৬.৪

ট্রেন্ডিং:

মুকুট – ৩.৬

মিঠাই – ৪.৫

Nira