জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার খেলনা বাড়ির গল্পকে অনেকটা কপি করেছে কালার্স বাংলার তুমি যে আমার মা! সোশ্যাল মিডিয়ায় দুই চ্যানেলের ভক্তদের মধ্যে বিতর্ক তুঙ্গে

প্রত্যেকটা টিভি চ্যানেল চেষ্টা করে নতুন সিরিয়াল এনে মানুষের মন জয় করার। একই সিরিয়াল দীর্ঘদিন ধরে চালিয়ে গেলে মানুষ সেটা আর দেখতে চায় না আর শেষের দিকে গল্পে এত গাঁজাখুরি দেওয়া হয় যে দেখতেও বিরক্ত লাগে। ঠিক এখন যে রকম টা হচ্ছে যমুনা ঢাকির সঙ্গে। জি বাংলা পরপর অনেকগুলো নতুন সিরিয়াল এনেছে।

একদম নতুন সিরিয়াল হিসেবে শুরু হয়েছে খেলনা বাড়ি। জিবাংলায় প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এই সিরিয়াল দেখানো হচ্ছে, তার জন্য পিলুকে পাঠিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা ছটায়।এখন পর্যন্ত খেলনা বাড়ির ফিডব্যাক খুব একটা খারাপ নয় তবে আবার সেটা যে দর্শকদের খুব ভালো লেগেছে সেটাও নয়। কিন্তু এর মধ্যেই সিরিয়াল নিয়ে শুরু হয়ে গেল অনেক বিতর্ক।

আরেকটি চ্যানেল কালার্স বাংলা সেখানে নতুন আরেকটি সিরিয়াল আসছে যার নাম তুমি যে আমার মা। সেই খবর আমরা আগেই আপনাদের কে জানিয়ে ছিলাম। নায়কের ভূমিকায় অভিনয় করছেন সম্বন্ধে এবং নায়িকার ভূমিকায় অভিনয় করছেন সেই অভিনেত্রী যিনি গঙ্গারাম সিরিয়ালের নায়রার চরিত্রে অভিনয় করেছেন। আগামী 6 জুন থেকে শুরু হবে সিরিয়াল।

কিন্তু এর মধ্যে অভিযোগ উঠল তুমি যে আমার মা সিরিয়াল টি গল্প কপি করেছে জিবাংলার খেলনা বাড়ি থেকে। দু’জায়গাতেই নায়ক উচ্চবিত্ত, সিঙ্গেল ফাদার, এক কন্যা সন্তানের বাবা, নায়িকা নিম্নবিত্ত এবং নায়কের সঙ্গে নায়িকার শুরুতে কোন মিল নেই। পার্থক্য একটাই যে এখানে কালার্স বাংলার নায়ক এর সাথে তার মেয়ে থাকে অন্যদিকে খেলনা বাড়ির নায়কের মেয়ে তার থেকে হারিয়ে গেছে।সকলেই বলছেন যে অল্প বিস্তর হলেও খেলনা বাড়ির এবং তুমি যে আমার মা গল্প দুটো অনেকটা এক ধরনের।

যদিও তুমি যে আমার মা সিরিয়ালটি এখনো শুরু হয়নি তাই ভবিষ্যতে গল্প কোন দিকে এগোবে তাই বোঝা যাচ্ছে না। একবার শুরু হোক। তারপর যদি দুটো গল্পের মূল দেখা যায় তখন তো দর্শকরা প্রতিবাদ করবেন স্বাভাবিক কথা।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

Piya Chanda

                 

You cannot copy content of this page