জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আসছে নতুন জুটি! দর্শকদের ডিমান্ডে এবার নতুন নায়ক নায়িকা শৈলী-ঋষভ

আসছে নতুন বছরে রয়েছে নতুন খবর। আসন্ন ২০২৫ সালে বাংলা টেলিভিশন জগতে আসতে চলেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। কিন্তু, তা নিয়ে এখন অবধি বিস্তৃত জানা যায়নি। জি বাংলার (Zee Bangla) নিজস্ব প্রোডাকশন হাউজের ধারাবাহিকের জন্য বেছে নেওয়া হয়েছে অন্যতম জনপ্রিয় মুখ মোহনা মাইতিকে।

অভিনেত্রী মোহনা মাইতিকে শেষবারের মতো ছোট পর্দায় দেখা গিয়েছিল ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালে। অভিনেত্রী মোহনার প্রথম ধারাবাহিক ‘গৌরী এলো’র মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যায় বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং মোহনা মাইতিকে। আর, কে প্রথম কাছে এসেছি সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা গেছিল সায়ন বসু এবং অভিনেত্রী মোহনাকে।

জি বাংলা, বাংলা ধারাবাহিক, নিম ফুলের মধু, রিয়ালিটি শো, দিদি নম্বর ১, শৈলী ভট্টাচার্য, Zee Bangla, Bengali Serial, Neem phooler Madhu, Reality show, Didi No 1, Shaili Bhattacharya

আগামী দিনের যে নতুন সিরিয়ালটি শুরু হতে চলেছে তার নাম এখনও অবধি জানা যায়নি কিন্তু নায়ক নায়িকার ভূমিকায় দেখতে পাওয়া যাবে জিতু কামাল এবং মোহনা মাইতিকে। এই প্রথম টেলিভিশনের পর্দায় দর্শকরা পাবে নতুন জুটি। দীর্ঘ কিছু বছরের পর পুনরায় ছোট পর্দায় ফিরতে চলেছে অভিনেতা জিতু কামাল।

একটি সিরিয়ালের গল্প যেমন নায়ক-নায়িকা ছাড়া অসম্পূর্ণ তেমনই আবার নায়ক-নায়িকারা পার্শ্বচরিত্র ছাড়া অসম্পূর্ণ। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া যাবে শৈলী ভট্টাচার্য এবং রিষভ চক্রবর্তীকে। এই জুটি পার্শ্বচরিত্রে অভিনয় করলেও যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের। বর্তমানে, জুটিকে দেখতে পাওয়া যাচ্ছে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে। স্বাভাবিকভাবেই এই খবর পেয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছে সিরিয়াল প্রেমীরা।

Tolly Tales