জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Zee Bangla Troll: উচ্ছে বাবু, ডাক্তার বাবু, কুশ বাবু, ইন্দ্র বাবু-জি বাংলার দরবারে সব বাবুদের মেলা! হচ্ছে চরম খিল্লি

ধারাবাহিক মানেই বিনোদন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিশেষ চলের জন্য ধারাবাহিকগুলোর নাম আরও বেশি ছড়িয়ে পড়েছে। এমনকি দর্শকদের ট্রোলও ধারাবাহিকগুলির প্রচার বাড়িয়েছে। সিরিয়াল না দেখলেও গল্পটা অনেকেরই জানা। আর এসবই সম্ভব এই নেটদুনিয়ার জন্য।

আর এই এক-একটা ট্রোলের দ্বারাই সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে তার নায়ক-নায়িকা। তাই লেখক-লেখিকা খুব ভেবেচিন্তে এদের নামগুলোও ঠিক করেন। ইউনিক এই নাম গেঁথে যায় দর্শকদের মনে। তবে শুধু দর্শকের মুখে নয়, ধারাবাহিকেও প্রিয় মানুষের মুখে রয়েছে একে ওপরের আজগুবি সব নাম।

ভালো নামের পাশাপাশি ঘরের ডাক নাম যেমন থাকে, ঠিক সেরম ধারাবাহিকেও তা রয়েছে। আর সেখানেই কিছু মজার মজার নাম দর্শকদের মনে গেঁথে যায়। এরমধ্যে সবচেয়ে মজাদার নামগুলি হল নিজের স্ত্রীদের মুখ থেকে ডাকা স্বামীদের নাম। যেমন- শহরের বাবু, উচ্ছেবাবু, ব্যাংক বাবু, গোমড়া মুখ, স্যার জি, লাট সাহেব ইত্যাদি।

বিশেষে করে যে শব্দটি বেশি কানে আসে, সেটি হল ‘বাবু’। যেমন, উচ্ছে বাবু, ডাক্তার বাবু, কুশ বাবু, ইন্দ্র বাবু, অরণ্য বাবু, সাত্যকি বাবু, টুকাই বাবু, ঋদ্ধিমান বাবু, অর্জুন বাবু, ব্যাংক বাবু, সোমরাজ বাবু। স্ত্রীদের মুখে এই ‘বাবু’ শব্দটা বেশ রসিকতার সৃষ্টি করে নাটকে। এসকল নামেই নায়কদের বেশি পরিচিতি মেলে।

তবে এর মধ্যেও যে দুটি ধারাবাহিক একটু আলাদা, সেটি হল- এক্কা দোক্কা, নিম ফুলের মধু। এই দুই ধারাবাহিকে পর্ণা তার স্বামীকে ‘সৃজন’ ও অন্যদিকে রাধিকাকে তার স্বামীকে ‘পোখরাজ’ বলেই ডাকতে শোনা গিয়েছে। এই নিয়ে সম্প্রতি এক দর্শক ট্রোল করে বলেছে, ‘জি বাংলার দরবারে সব বাবুর মেলা’।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page