জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

যে সে ধারাবাহিক করেন না! যা করেন তা ৩-৪ বছর চলে! পল্লবীই আসলে ‘টেলি কুইন’, বলছে রেকর্ড

বাংলা টেলিভিশনে বহু জনপ্রিয় অভিনেত্রী এসেছেন, কিন্তু এমন কেউ আছেন কি, যিনি দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে সমানভাবে রাজত্ব করেছেন? ‘কে আপন কে পর’ (Ke Apon Ke Por) -এর সেই সাহসী নারী থেকে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)-র আত্মসম্মানী পর্না— প্রত্যেকটি চরিত্রই দর্শকের মনে অমর হয়ে আছে। অভিনয়ের প্রতি ভালোবাসা, পরিশ্রম আর সঠিক চরিত্র বেছে নেওয়ার ক্ষমতা, এসবের সমন্বয়েই গড়ে উঠেছে তার কেরিয়ার।

হ্যাঁ, কথা হচ্ছে পল্লবী শর্মাকে (Pallavi Sharma) নিয়ে! বাংলার ‘টেলি কুইন’ যাকে বলা হয়, তিনি প্রতিবারই প্রমাণ করেছেন যে তার উপস্থিতিই সাফল্যের নিশ্চয়তা। ‘কে আপন কে পর’-এ জবা চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ চার বছর ধরে চলা এই সিরিয়াল জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল, আর জবা হয়ে উঠেছিলেন বাংলার ঘরে ঘরে অনুপ্রেরণা। এরপর যখন তিনি বিরতি নিলেন, অনেকেই ভাবছিলেন, আবার কবে ফিরবেন? আর ফিরলে কি সেই আগের মতোই দাপট দেখাতে পারবেন?

Actress Pallavi Sharma got best actor leading role female award in BFTA 2024

উত্তর এসেছিল ‘নিম ফুলের মধু’-তে! এই ধারাবাহিক দিয়ে আবার ছোট পর্দায় ফিরলেন। এই সিরিয়ালেও তিনি নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পর্নার চরিত্রে এক অনন্য নারী চরিত্র উপস্থাপন করেছেন, যেখানে সংসার, ভালোবাসা, আত্মসম্মান ও নারীর লড়াই ফুটিয়ে তুলেছেন। এই ধারাবাহিকও টিআরপির শীর্ষে জায়গা করে নেয়, যা প্রমাণ করে যে পল্লবী শুধুমাত্র একজন সফল অভিনেত্রী নন, বরং তিনি এমন একজন তারকা, যার উপস্থিতিই সাফল্যের নিশ্চয়তা দেয়।

খেয়াল করলে দেখা যাবে, বাংলা টেলিভিশনে এমন অভিনেত্রী খুব কমই আছেন যারা দুটি জনপ্রিয় চ্যানেলে সমানভাবে সফল হয়েছেন। কেউ স্টার জলসায় সফল, কিন্তু জি বাংলায় তেমন জনপ্রিয়তা পাননি, আবার কেউ জি বাংলায় সফল হলেও স্টার জলসায় সেভাবে জায়গা করতে পারেননি। কিন্তু পল্লবী শর্মা এই দুই প্ল্যাটফর্মেই নিজের জায়গা তৈরি করেছেন। তার অভিনয়ের প্রতি নিষ্ঠা, চরিত্রের প্রতি ভালোবাসা, আর বেছে বেছে কাজ করার সিদ্ধান্তই তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে।

Pallavi Sharma's exclusive interview

আরেকটি বিশেষ বিষয় হলো, পল্লবী কখনোই তাড়াহুড়ো করে নতুন কাজ নেননি। ‘কে আপন কে পর’-এর পর তিনি সহজেই নতুন কোনো ধারাবাহিক শুরু করতে পারতেন, কিন্তু তিনি নিজেকে সময় দেন, ভালো চরিত্র খোঁজেন, তারপরই ‘নিম ফুলের মধু’ করতে রাজি হন। এই বেছে নেওয়ার ক্ষমতাই তাকে বাকিদের থেকে আলাদা করেছে। অনেকেই দ্রুত জনপ্রিয় হওয়ার নেশায় সব ধরনের কাজ করে ফেলেন, কিন্তু পল্লবী কখনোই সেই ভুল করেননি।

প্রসঙ্গত এই বিষয়ে এক সাক্ষাৎকারে নিম ফুলের মধুর জ্যাঠামশাই বলেছিলেন, ” পল্লবী ট্রাক রেকর্ড হচ্ছে ১০০ শতাংশ ও একবার যেই সিরিয়ালে ঢুকবে অন্তত দুই বছর সেই সিরিয়াল সসম্মানে চলবে।” এই কারণেই তাকে দর্শক ভালোবেসে ‘টেলি কুইন’ বলে ডাকেন। তার অভিনয় শুধু বিনোদন নয়, অনুপ্রেরণাও। তিনি প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তোলেন, যা বাংলা সিরিয়ালের জগতে এক বিরল গুণ। ভবিষ্যতে তিনি আরও কী চমক দেখাবেন, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে!

Piya Chanda