প্রসঙ্গত বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। একটা সময় টিআরপি তালিকার শীর্ষস্থানে শুধু এই ধারাবাহিককেই দেখা যেত। তবে বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। তাই আবার তাদের পুরনো জায়গা ফিরিয়ে আনার জন্য একের পর এক পট পরিবর্তন করছে ধারাবাহিকে।
সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে মিঠাই এবং সিদ্ধার্থের একটি ছেলে হয়েছে এবং তাকেই সবাই মিলে মানুষ করছে। তবে সম্প্রতি ধারাবাহিকের তরফ থেকে একটি প্রমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখানো হয়েছে যে মিঠাই চরিত্রটি মারা গেছে এবং সেখানে মিঠি বলে একটি চরিত্রের প্রবেশ করছে।
প্রসঙ্গত মিঠাই চরিত্রটিতে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অভিনয় করছেন এবং প্রমো অনুযায়ী দেখা যাচ্ছে মিঠি চরিত্রটিতেও তাকেই দেখতে পেতে চলেছে দর্শক। কিন্তু কে এই মিঠি? বা সে কিভাবে মনোহরাতে প্রবেশ করবে এই নিয়ে অনেকের মনেই কৌতুহল জেগেছে।
প্রসঙ্গত প্রমোতেই দেখানো হয়েছে যে মিঠি সিদ্ধার্থ এবং মিঠাইয়ের ছেলে শাক্যকে পড়াতে এসেছে। কিন্তু এখনো কেউ বুঝতে পারছে না যে মিঠি চরিত্রটি আদতে কে? অনেকেই মনে করছে যে এটি পুরোপুরি আলাদা একটি চরিত্র। আবার অনেকে মনে করছে সিদ্ধার্থর মতই মিঠাইও আবার অন্য রূপ নিয়ে ফিরে আসবে।
প্রসঙ্গত এর আগে দেখানো হয়েছিল ধারাবাহিকে সিদ্ধার্থ রিকি দ্যা রকস্টারের রূপ নিয়ে ফিরে এসেছিল নিজের খুনের চক্রান্তকারীদের শাস্তি দেওয়ার জন্য। আবার সেটারই পুনরাবৃত্তি হতে চলেছে কিনা এটা জানতে অনেকেই আগ্রহী। তবে ধারাবাহিকে মিঠাই এর মৃত্যুই বা কিভাবে হবে সেটা নিয়েও এখনো কৌতুহল রয়েছে।