জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Zee Bangla Mahalaya: জি বাংলার মহালয়া নিয়ে একের পর ক্ষোভ! সরস্বতী উর্মিকে দেখানো হল না, গৌরীর সেই ভয়ঙ্কর মুখভঙ্গি, মিঠাইকেই গুরুত্ব দিচ্ছে, অভিযোগে জেরবার জি বাংলা

প্রথমেই “এই পথ যদি না শেষ হয়” এর নায়িকা উর্মীর চরিত্রে অভিনয় করা অন্বেষাকে দেখা যায়নি বলে দর্শকরা তাদের মনে হয়েছিল তাকে মহালয়া থেকে বাদ দেওয়া হয়েছে তাই তার ভক্তরা চ্যানেলের প্রতি তাদের ক্ষোভ দেখায়।

তারপরে পিলু ধারাবাহিকের পিলুকে ছেড়ে রঞ্জাকে মহালয়াতে অভিনয় করতে দেখা যাওয়ায় একাধিক মন্তব্য উঠে আসে নেট মাধ্যমে। তারপর এখন নতুন করে মহালয়ার আরো একটি প্রমো সামনে এসেছে দর্শকদের।

যেখানে “গৌরী এলো” ধারাবাহিকের গৌরীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মোহনা মাইতির অভিনয় দেখে দর্শকরা বিদ্রুপ করতে শুরু করেছে। মোহনা এখানে দেবী গন্ধেশ্বরী রূপে সজ্জিত হয়েছেন। কিন্তু সেখানে তার অভিব্যক্তি দেখে দর্শকের একাংশের মত মোহনা যদি সেই অভিব্যক্তিটা নাই করতে পারে তাহলে ঐ রুপটা তাকে কেন দেওয়া হলো?তার জায়গায় অন্য কোন নায়িকাকে দেওয়া যেতে পারত।

WhatsApp Image 2022 09 06 at 8.21.08 PM

এছাড়া এখানে দেবী সরস্বতীর রূপে অভিনয় করছে “এই পথ যদি না শেষ হয়” সিরিয়ালের উর্মি। তাকে প্রমোতে একবারও দেখানো হয়নি বলে দর্শক চ্যানেলের প্রতি ক্ষোভ দেখিয়েছে।

Nira

                 

You cannot copy content of this page