বাঙালির একাকীত্বের সঙ্গী টেলিভিশন (Bengali Television) আর সেই টেলিভিশনের পর্দায় চলা নানান রঙের নানান গল্পের ধারাবাহিকগুলি। হিন্দি হোক বা বাংলা বিভিন্ন ধারাবাহিক হয়ে উঠেছে সকলের সন্ধার সঙ্গী। বিভিন্ন জুটি বিভিন্ন সময় দর্শকদের মন জয় করেছে। অনেক ক্ষেত্রে হিট জুটির সৌজন্যে ধারাবাহিকের গল্প শক্তিশালী না হলেও দেখা গিয়েছে ধারাবাহিক হিট করে গেছে। আবার অনেক সময় জুটির জন্য হিট হয়েছে মেগা।
‘মিত্তির বাড়ি’-র মধ্যে দিয়ে ‘মিঠাই ২’ খুঁজছেন দর্শক!
জি বাংলার পর্দায় সম্প্রচারিত তেমনি একটি হিট মেগা সিরিয়াল ছিল ‘মিঠাই’। দীর্ঘ সময় ধরে চলা এই সিরিয়াল ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু ও অভিনেতা আদৃত রায় দর্শক মহলে জনপ্রিয় হয়ে ওঠেন। মিঠাই ও উচ্ছে বাবুর জুটি চিরন্তন বলে মানেন দর্শক।
‘মিঠাই’ টেলিভিশনের সম্প্রচারিত সিরিয়াল হয়েও সিনেমার মতো জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ধারাবাহিকে অভিনয়ের পর সোজা বড়পর্দায় চান্স পেয়েছেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। পরপর ভালো প্রজেক্টে কাজ পেয়েছেন আদৃত রায়। এক সফল বাংলা ধারাবাহিক হিসেবে ‘মিঠাই’-কে তাই সর্বদা মনে রেখেছেন দর্শক। এই ধারাবাহিকের ভক্ত সংখ্যাও ছিল দেখার মত। অসংখ্য তো বটেই।
তবে মিঠাইয়ের পর পুনরায় টেলিভিশন পর্দায় ফিরেছেন অভিনেতা আদৃত রায়। তাঁর নতুন সিরিয়াল ‘মিত্তির বাড়ির’ মাধ্যমে। সিরিয়ালের প্রোমোতে দেখা যাচ্ছে, মিত্তিরবাড়িতে পুজো। কিন্তু সেখানে আগের মতো জাঁকজমক নেই। পুরোনো জিনিস দিয়েই চলছে মণ্ডপ সজ্জা। গোটা বাড়িকে নিজের হাতে গোটা বাড়ি সাজিয়ে তুলছে জোনাকি। কিন্তু মিত্তিরবাবু গিন্নিকে বলছে হাজার হোক, একজন বাইরের মেয়ে কি মিত্তির বাড়ির ঐতিহ্য ধরে রাখতে পারবে? আর তখনই ঢাক বাজাতে বাজাতে বাড়িতে ঢোকে মিত্তিরবাড়ির নাতি। সেই চরিত্রে অভিনয় করছেন আদৃত।
আরও পড়ুনঃ ‘জগদ্ধাত্রী’-তে গায়ে কাঁ’টা দেওয়া পর্ব! মৃত্যুর পর ফিরে এলো জ্যাস! নিজের মেয়েকে বাঁচাতে ফিরছে জগদ্ধাত্রী?
পুজোর দিনগুলোতে সবাই একসঙ্গে হতে আনন্দ উচ্ছ্বাস শুরু হয়। জোনাকি মিত্তির বাড়ির নাতিকে গিয়ে বলে, সে কি মিথ্যে বলে সবাইকে নিয়ে এল? তখনই চেনা মেজাজে আদৃত বলেন, “আই হেট লাইজ!” ঠিক যেমন মিঠাইতে উচ্ছেবাবু বলতেন “আই হেট সুইটস!” আর এখান থেকেই দর্শকরা বলছেন, ‘মিত্তির বাড়ি’ যেন ‘মিঠাই ২’। বোঝাই যাচ্ছে ধারাবাহিকের জন্য উত্তেজনা বাড়ছে।