জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাত্র দেড় বছরেই ইতি! জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য! শেষ হচ্ছে কোন গোপনে মন ভেসেছে?

জি বাংলার পর্দা মানেই দর্শকের নস্টালজিয়া, আবেগ আর রোজকার রুটিনের একটি অবিচ্ছেদ্য অংশ। বহু ধারাবাহিক যেমন দর্শক মনে জায়গা করে নেয়, তেমনই অনেক সময় কিছু সিরিয়াল হঠাৎ করেই বিদায় নেয় পর্দা থেকে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে এক বছর ধরে চলা একটি রোম্যান্টিক ড্রামা, যার শুরুতেই দর্শকের ভালোবাসায় ভেসে গিয়েছিল মূল চরিত্রের জুটি।

রণজয় ও শ্বেতা ভট্টাচার্য জুটিকে নিয়ে শুরু হওয়া ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ ২০২৩ সালের ডিসেম্বর মাসে সম্প্রচার শুরু করেছিল। শুরুর দিকে ধারাবাহিকটি বেশ সাড়া ফেলে দেয়। অনিকেত-শ্যামলীর কেমিস্ট্রি এবং টানটান গল্প টিআরপি-র মাপকাঠিতে প্রথম দিকেই অনেক ধারাবাহিককে পিছনে ফেলে দিয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে গল্পে বদল আসে, আসে নতুন চরিত্র, আর সেই জায়গা থেকেই টিআরপিতে কিছুটা ভাঁটা পড়ে।

গল্পে রোহিণী-মন্দারের সম্পর্কের টানাপোড়েন, মিশমীর বদলে সৌমির আগমন, বা অন্যান্য পারিবারিক জটিলতা—সব মিলিয়ে নাটকীয়তা বজায় রাখার চেষ্টা চালিয়ে গিয়েছিল প্রোডাকশন। কিন্তু দর্শকের মন আর আগের মতো ধরে রাখা যায়নি। টিআরপি রেটিং স্লো হতে শুরু করে। তবে এই ধারাবাহিক যে মাস ঘোরার আগেই বন্ধ হওয়া সিরিয়ালগুলোর তালিকায় পড়ছে না, তা সত্যিই আশাজনক। প্রায় দেড় বছর টানা সম্প্রচারের পর জুলাই মাসের মধ্যেই ধারাবাহিকটির ইতি টানা হতে পারে বলে সূত্রের দাবি।

ধারাবাহিকের শেষ লগ্নে এসে সবচেয়ে চমকপ্রদ খবর, এই সিরিয়াল শেষ হতেই নায়িকা শ্বেতা ভট্টাচার্য নাকি পা রাখতে চলেছেন এক নতুন প্রজেক্টে। ইতিমধ্যেই তাঁর নতুন ধারাবাহিকের কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও কোন চ্যানেলে বা কার সঙ্গে তিনি কাজ করছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে টলিপাড়ার গুঞ্জনে শ্বেতার নতুন ইনিংস নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে।

এখনও নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও, অনেকেই জানতে চাইছেন রণজয় ভট্টাচার্যকে এবার কোথায় দেখা যাবে? তিনি কি নতুন কোনও ধারাবাহিকে ফিরছেন? না কি কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন অভিনয় থেকে? এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে শ্বেতা-রণজয়ের অনস্ক্রিন রসায়ন যেভাবে দর্শক মনে ছাপ ফেলেছে, তা কিন্তু এই জুটিকে ভবিষ্যতেও একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছা জাগিয়ে রাখবে, নিঃসন্দেহে।

Piya Chanda

                 

You cannot copy content of this page