জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় বিরাট রদবদল! টিআরপির কোপে বন্ধ হতে চলেছে কোন জনপ্রিয় সিরিয়াল?

সম্প্রতি জি বাংলায় (Zee Bangla) আসতে চলেছে এক গুচ্ছ নতুন ধারাবাহিক। আর নতুন কিছু আসা মানেই হলো পুরনো কিছু কে ঝেড়ে ফেলা। স্বাভাবিক ভাবেই সিরিয়াল প্রেমীরা খুবই চিন্তিত, তাঁদের পছন্দের গল্প গুলো যেন বন্ধ না করে দেওয়া হয়। জি বাংলার চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টিআরপিতে কম প্রভাব ফেলছে যেসব ধারাবাহিক তাদের নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে স্লট ছেড়ে দিতে হবে।

হয়ত বা ধারাবাহিকগুলি শেষ হয়ে যাবে না হয় তাদের সময় পরিবর্তন করা হবে। সাম্প্রতিক এই কারণে অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ শেষ হয়ে গেল এবং ‘মিঠিঝোরা’র সময় পরিবর্তন করা হলো। কিছুদিন যাবত শোনা যাচ্ছিল নাকি ‘অনন্দী’ ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা ও তুঙ্গে ছিলো।

তাহলে কি এবার সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে ‘আনন্দী’? নাকি নতুন সময়ে ফিরবে এই জনপ্রিয় ধারাবাহিক? সম্প্রতি সন্ধ্যা সাড়ে ছ’টার স্লট থেকে ‘আনন্দী’কে সরিয়ে দেওয়া হয়েছে, আর তার জায়গায় এসেছে নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘আনন্দী’-র যাত্রা এখানেই শেষ?

কিন্তু এখন খবর, আনন্দী নয় বরং ‘অমরসঙ্গী’ সিরিয়ালটি এবার শেষের পথে। ২০২৪ এর আগস্ট মাসে শুরু হয় এই সিরিয়ালটি। মাত্র ৬ মাসের মাথায় শেষ হচ্ছে এটি। প্রথমে দুপুরে দেওয়া হয় সিরিয়ালটি পড়ে টিআরপি বাড়াতে বিকেলে দিলেও খুব একটা পরিবর্তন আনতে পারেনি। ফলে এটি এবার বন্ধ করে দেওয়া হবে। এই টাইমে দেখানো হবে ‘আনন্দী’।

খবর অনুযায়ী চলতি সপ্তাহের শেষে নাকি এই সিরিয়াল এর শেষ পর্ব শুট করা হবে। টিআরপি তালিকায় খুব একটা প্রভাব না ফেলতে পারলেও অভিনব গল্প বেশ পছন্দ করেছেন কিছু দর্শক। কৃষকলির পর নীল ভট্টাচার্য্য কে দেখা গিয়েছিলো এই সিরিয়ালে। অন্যদিকে স্টার জলসার গুড্ডি। আপনাদের কাদের কাদের পছন্দ ছিলো এই সিরিয়াল? আপনারা কি মিস করবেন অমরসঙ্গীকে?

Zee Bangla Amar Sangi serial going to an end for low trp

Piya Chanda