জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঠোঁ’টে ঠোঁ’ট রেখেই পারুলের প্রা’ণ ফেরালো রায়ান! রায়ানকে বাঁ’চাতে পারুল গর্জে উঠল তূর্যের বিরুদ্ধে! তূর্যের চ’ক্রান্ত ভেস্তে গেল, এবার কি সত্যিই এক হল রায়ান-পারুল?

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) র আজকের পর্বের শুরুতেই দেখা যায় ইউনিভার্সিটিতে পারুলকে খুঁজতে গিয়ে রায়ান দেখে এক দিক থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে। সেখানে পৌঁছাতেই রায়ান বুঝতে পারে পারুল ভিতরেই আছে। কোনও রকমে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে পারুল অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে। রায়ান অনেক করে ডাকতে থাকে পারুলকে, সব রকম চেষ্টা করে কিন্তু পারুল চোখ খোলে না।

অতিরিক্ত ধোঁয়াতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে রায়ানের। সমস্ত জানালা দরজা খুলে দেয় সে, পারুলের ঠোঁ’টে ঠোঁ’ট রেখে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করে রায়ান। তূর্য লুকিয়ে লুকিয়ে সবটা দেখে হিংসায় জ্বলে ওঠে। পাশে পড়ে থাকা একটা রড হাতে তুলে নিয়ে এগিয়ে আসতে থাকে রায়ানের দিকে। মনে মনে তূর্য বলে, আশুতোষ বসুর বংশের বাতি আজকে নিভিয়ে দেবে সে।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

পারুলের ততক্ষণে জ্ঞান ফিরে আসে, পেছন থেকে তূর্য রায়ানকে মারতে আসছে দেখে সে কোনও রকমে ঠেলে সরিয়ে দেয় তাঁকে। তূর্যের প্ল্যান বিফল হয়, রায়ানের সঙ্গে মারপিট শুরু করে সে। এক পর্যায়ে রায়ান মাটিতে পড়ে গেলে, তূর্য তার উপর পা তুলে দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। পারুল মনে আর শরীরে কিছুটা শক্তি জুগিয়ে ওই পড়ে থাকা রডটা তুলে নিয়ে তূর্যের মাথার পেছনে আঘাত করে।

তূর্য রায়ানের থেকে সরে যেতেই পারুল ছুটে যায় তাঁর কাছ। রতনকে নিয়ে পারুল আর পারুলকে নিয়ে রায়ানও আবেগপ্রবণ হয়ে পড়ে, এরপর দুজন দুজনকে শক্ত হয়ে জড়িয়ে ধরে। অবশেষে সেখানে পুলিশ সহ বাকিরা এসে পৌঁছায়। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তূর্যকে। প্রিন্সিপাল স্যার তূর্যের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলেন, ভাবতেও পারেননি যে এতটা খারাপ তূর্য। অপরাধ স্বরূপ তাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়।

যেতে যেতেও তূর্য বলে যায়, যা করেছে ভালোবাসার জন্য করেছে, ভালোবাসা ভুল নয় তাই সে কোনও অপরাধ করেনি। দূরে দাঁড়িয়ে শিরীন সবটাই দেখতে থাকে। নিজেকে দোষারোপ করে শিরীন বলে, তূর্যকে নিজের পরিকল্পনা জানানোই তার ভুল হয়েছে। এমনকি এতদিন সে নিজের চেষ্টায় রায়ান-পারুলকে দূরে রেখেছিল, কিন্তু তূর্য এসে সব গন্ডগোল করে দিল। রায়ান-পারুল একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পিসিমণি জিজ্ঞেস করে কারণ কি।

উত্তরে পারুল বলে রায়ান না থাকলে সে আজকে বেঁচে ফিরত না। অন্যদিকে, রায়ানও বলে পারুল না থাকলে তারও ফিরে আসা হতো না। দুজন দুজনের সঙ্গে আরও গভীর সম্পর্কের জালে জড়িয়ে পড়ছে সেটা কারোর নজর এড়ায় না। রায়ানের মা থেকে শুরু করে ঠাম্মি পর্যন্ত সবাই লক্ষ্য করে এই পরিবর্তন। কিছুতেই একে অপরকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত ভুলতে পারে না রায়ান-পারুল। পারুল মনে মনে ভাবে আগেও সে রায়ানকে জড়িয়ে ধরেছে কিন্তু এই অনুভূতি আগে হয়নি।

অন্যদিকে, পরদিন সকালে ইউনিভার্সিটি তে পারুল নিজের বন্ধুদের সঙ্গে গল্প করতে থাকে, অপরদিকে রায়ান মুগ্ধ হয়ে দেখতে থাকে সেই দৃশ্য। পারুলের জন্য আইসক্রিম হাতে নিয়েই দাঁড়িয়ে দেখতে থাকে সে। পারুল এসে তাকে ঘোরের মধ্যে দিয়ে বের করলে রায়ান জানায়, আইসক্রিম এনেছিল কিন্তু লক্ষ্য করে সমস্তটাই গোলে নিচে পড়ে গেছে। তবে কি রায়ান পারুলকে ভালোবেসে ফেলল? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।

Piya Chanda

                 

You cannot copy content of this page