জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লন্ডনে বিপাকে পারুল, দেশে গোপালের বিয়ের প্রস্তুতি ঘিরে বাড়ছে উত্তেজনা! স্বামীর দ্বিতীয় বিয়ের আগে রুক্মিণী কি ফিরতে পারবে? ‘পরিণীতা’য় পারুলের বিদেশ যাত্রা কি সফল হবে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, দাদু খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যে করেই হোক গোপালের বিয়েটা আটকাতে হবে, কিন্তু রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না। এদিকে দাদু নিজের ছেলে বৌমাকে দোষারোপ করছেন, মেয়েকে ঠিক শিক্ষা দিতে পারেনি তারা। গ্রামে গিয়ে কি মুখ দেখবেন ভেবে চিন্তায় পড়েন তিনি।

সবাই ফোন করতে থাকে উদভ্রান্তের মতো, কিন্তু কিছুতেই সুরাহা হয় না। শেষে রায়ানের মা বলেন, রুক্মিণী একটু আগেই তাকে ফোন করে বলেছিল যে তিন দিন কোনও নেটওয়ার্ক পাওয়া যাবে না, জরুরি কাজ চলছে তাই। দাদু আরও অসহায় বোধ করতে শুরু করেন। এদিকে রায়ানের মা মনে মনে খুব খুশি দাদুর দম্ভ ভাঙতে দেখে।

Zee Bangla serial Parineeta Today Episode Update 11 Oct

তিনি নিজের মনেই বলেন, যেটা তার ছেলে পারেনি, মেয়ে করে দেখিয়েছে। পারুল রায়ানের কাছে সাহায্য চাইতে গেলে, সে প্রতিবাদ করে বলে রুক্মিণী আর গোপাল প্রাপ্তবয়স্ক দু’জন মানুষ। তারা কখনওই এই বিয়েটাতে সুখী হয়নি, তাই যদি এখন দু’জনে আলাদা হয়ে নতুন করে জীবন শুরু করতে চায়, কেন সবাই তাকে বাধা দিচ্ছে?

দাদু রেগে যান রায়ানের কথায়। পারুল দায়িত্ব নেয় সে নিজে গিয়ে রুক্মিণীকে ফিরিয়ে আনবে। ইউনিভার্সিটিতে স্কলারশিপ জিতবে বলে কারণ আগে থেকেই লন্ডনের ভিসা নিয়ে রেখেছিল, আর কিছুদিন আগেই কম্পিটিশন জিতে যে টাকা পেয়েছে সেই টাকাও তার কাছে আছে। তাই পারুল নিজের মায়ের খোঁজ করার পরিবর্তে গোপাল-রুক্মিণীর সম্পর্ক বাঁচাতে বিদেশ যায়।

অন্যদিকে গোপালের বাড়িতে তার দ্বিতীয় বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু গোপালের মন এখনও পড়ে আছে রুক্মিণীর কাছেই। বাড়ি থেকে তার মা আগের স্ত্রীর চিহ্ন মুছে দিতে চাইলেও সে বাধা দেয়। ওদিকে পারুলও লন্ডন পৌঁছাতেই বিদেশ নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে। তাঁরা জানায়, ভারতীয়দের ভরসা করে না। পরীক্ষা-নিরীক্ষার পর পারুলের হাত থেকে নোয়া খুলতে বলেন তারা। পারুল বিয়ের চিহ্ন খুলবে না জানিয়ে দেয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page