জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুর্গাপুজোয় নতুন সূচনা! পারুলের স্বপ্নাদেশেই ঘুচবে বিভেদ, বসু বাড়িতে ঢাকে পড়ল কাঠি! ‘মা’-এর আগমনে ফিরবে কি মিলনের রং? বসু বাড়ির পুজোয় পারুল-রায়ান দ্বৈরথ! সম্পর্ক না প্রতিযোগিতা, জিতবে কে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, আশুতোষ বসু রেগে আগুন বড় বৌমার উপরে। পারুল প্রতিবাদ করতে গেলে তাকেও চুপ করিয়ে দেন তিনি, আর বলেন যে পারুলের মধ্যে যে ক্ষমতাটা আছে পরিবার আর বাইরের জগতকে একসঙ্গে নিয়ে চলার, সেই ক্ষমতা বড় বউয়ের মধ্যে নেই।

বরং তাঁরা সংসারকে ত্যাগ দিয়ে দেবে একবার প্রতিভার সঠিক মূল্য পেয়ে গেলে, তাই তিনি পারুলকে ছাড়া বাড়ির আর কোনও বউকে বাইরে বেরোনোর সুযোগ দেন না। পারুল প্রতিযোগিতায় নাম দিয়েছে জেনেও কেন মৌসুমী নাম দিয়েছে, এই নিয়ে যথেষ্ট খুব প্রকাশ করেন আশুতোষ বাবু। পারুল বোঝানোর চেষ্টা করে যে দু’জনে না জেনেই এক জায়গায় নাম দিয়ে দিয়েছে, কিন্তু তাতে কোনও ফল হয় না।

Zee Bangla serial Parineeta Today Episode Update 29 Sept

বাড়িতে প্রতিটা লোকের মধ্যেই কোনও না কোনও কারণে ক্ষোভ, রাগ জমে আছে। বসু বাড়ির কারোর সম্পর্ক ভালো নেই। এই দেখে রায়ানও সিদ্ধান্ত নেয় যে দুর্গা পুজোর সময় বাড়িতে থাকবে না, শহর ছেড়ে চলে যাবে। পারুল কিছুতেই চায় না, বিয়ের পর প্রথম পুজো রায়ানকে ছাড়া কাটাতে। পরদিন ভোর হতেই পারুল একটা স্বপ্ন দেখে খুব প্রসন্ন মনে জেগে ওঠে। তাড়াতাড়ি করে গিয়ে দাদুর কাছে প্রস্তাব দেয়, বাড়িতে দুর্গাপুজো করার।

পারুল জানায় মা তাকে স্বপ্নাদেশ দিয়েছেন, বসু বাড়ির সব সম্পর্ক আবার আগের মত করে দেবেন তিনি। কি স্বপ্ন দেখেছে ঠাকুমা জানতে চাইলে পারুল বিস্তারিত বলে। পারুল স্বপ্নে দেখেছে, বাড়িতে মা দুর্গার আগমনে সবার মধ্যে থাকা রাগ মিলিয়ে গেছে। টগর যে পারুলকে সহ্য করতে পারে না, সে পর্যন্ত দিদির পিছু ছাড়ছে না। এমনকি রায়ানের মাও পারুলকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আদর করছে।

স্বপ্নের কথা শুনে দাদু ঠাকুমা খুব আনন্দ পান। ঠাকুমার বলেন নিজের বাড়িতে মা দুর্গাকে বরণ করা সৌভাগ্য অনেকের হয় না, সেখানে মা যখন নিজে আসতে চাইছেন তাকে আনায় উচিত। দাদু পারুলকে গিয়ে বলে বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করতে। তারপর দুর্গাপুজোর কথা জানিয়ে দায়িত্ব ভাগ করে দেন তিনি। পারুলকে সপ্তমী আর নবমীর দায়িত্ব দেন, এদিকে রায়ানকে অষ্টমী আর দশমীর। দু’জনের মধ্যে আবার অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page