জি বাংলা (Zee Bangla) বরাবর দর্শকদেরকে নতুন নতুন গল্পের মাধ্যমে চমক দিয়েই থাকে। আর এবার দর্শকদের জন্য নিয়ে আসছে এক ব্যতিক্রমী ধারাবাহিক, যার কাহিনি বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ওহ মাই গড’ (OMG – Oh My God!) অবলম্বনে নির্মিত। ‘এন আইডিয়াস’-এর প্রযোজনায় নির্মিত এই নতুন ধারাবাহিকের (New Serial) নাম এখনও চূড়ান্ত না হলেও, টেলিভিশনপ্রেমীদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘ওহ মাই গড’ সিনেমাটি যেমন একাধারে হাস্যরসাত্মক ছিল, তেমনি সকলকে রীতিমত চিন্তায় ফেলে দিয়েছিল বর্তমানে ঈশ্বর এর অস্তিত্ব নিয়ে। অভিনেতা ‘অক্ষয় কুমার’ ও ‘পরেশ রাওয়াল’ অভিনীত সেই ছবিতে যেমন ধর্মব্যবসার বিরুদ্ধে একটি জোরালো বার্তা ছিল, তেমনই এই ধারাবাহিকেও সমাজে প্রচলিত ভ্রান্ত বিশ্বাসগুলিকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে অনুমান করা যাচ্ছে।
সূত্র বলছে, এই ধারাবাহিকের গল্পে ধর্ম, বিশ্বাস এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সমাজের প্রচলিত ধারণার বিপরীতে প্রশ্ন তুলবে এক সাধারণ মানুষ। তবে ধারাবাহিক হিসেবে এটি কতটা গভীরে যাবে এবং কতখানি বিনোদনের মোড়কে বার্তা পৌঁছে দেবে, সেটাই এখন দেখার। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘ভগবান দাস’ রূপে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা ‘বিশ্বনাথ বসু’ (Biswanath Basu) কে। তাঁর চরিত্রটি যেমন আধ্যাত্মিক ভাবনায় ভরপুর, তেমনই বাস্তব জীবনের নানা সমস্যার সম্মুখীন হবে।
এই চরিত্রটি একাধারে গুরুত্বপূর্ণ এবং মজার হবে, যা দর্শকদের মন জয় করতে পারে বলে আশা। বিশ্বনাথের কমিক টাইমিং এবং সংলাপ বলার ভঙ্গি ইতিপূর্বে দর্শকদের মুগ্ধ করেছে, ফলে এবার তাঁর উপর দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই শ্যুট করা সম্পন্ন হয়েছে। বহু দর্শক এই গল্প নিয়ে এখন থেকেই আগ্রহ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বলিউড ছবির ভাবনা টেলিভিশনে পুনঃব্যবহারের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে জি বাংলার অতীত রেকর্ড অনুযায়ী, একটি জনপ্রিয় সিনেমার গল্প নিয়ে ধারাবাহিক তৈরি হলেও, তা ঘরোয়া আবহে দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে বহুবার। তবে এই ধারাবাহিকের ভবিষ্যৎ কতটা সফল হবে, সেটি নির্ভর করছে গল্পের গভীরতা, চরিত্রায়ন এবং বাস্তবতার ছোঁয়ার উপর। সবশেষে এটাই বলা যায় যে, এই ধারাবাহিকের গল্প নিয়ে সমাজ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র মানুষের উৎসাহ তুঙ্গে।
আরও পড়ুনঃ ফুলকিকে সাবধান করল ছোট রানী! ধানুর সংসার ভাঙার পথে, বড় রাজার মৃত্যু রহস্যের খোঁজে রোহিত-ফুলকি! রুদ্র জানে সব সত্য! ছোট রানীর দুর্বলতা ব্যবহার করে কি ছাড়া পেল সে?
এখনও ধারাবাহিকের সময়সূচি বা দিনক্ষণ চূড়ান্ত না হলেও আশা করা যাচ্ছে, জি বাংলায় নতুন এক অধ্যায় শুরু করবে এই ধারাবাহিক। ‘ওহ মাই গড’-এর মতো সামাজিক বার্তাবাহী গল্পকে যদি বাংলার মাটি ও মানসিকতার সঙ্গে খাপ খাইয়ে নির্মাণ করা যায়, তবে এটি নিঃসন্দেহে হতে পারে জি বাংলার আরেকটি টিআরপি হিট প্রজেক্ট। আপাতত দর্শকের অপেক্ষা—’ভগবান দাস’ কবে টেলিভিশন পর্দায় ঈশ্বর ও বিশ্বাস নিয়ে নিজের যুক্তি সাজিয়ে হাজির হন।