জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে শেষ হচ্ছে নিম ফুলের মধু! পল্লবীকে বলে এবার মধুরিমাকে মন দিলেন রুবেল! আসছে নায়কের নতুন ধারাবাহিক

হাতে আর বেশিদিন নেই, টেলি পাড়ার জোড় গুঞ্জন জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ শেষ হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসে। এই ধারাবাহিকের দর্শকদের মনের মধ্যে দুঃখের মেঘ জমলেও রুবেল (Rubel Das) অনুরাগীদের জন্য রয়েছে খুশির খবর। অভিনেতার এই ধারাবাহিক শেষ হতে না হতেই শুরু হতে চলেছে আরও একটি নতুন সিরিয়ালের (Serial) শুটিং।

দু’বছরের বেশি সময় ধরে নানান বিনোদনের মাধ্যমে মনোরঞ্জন করে চলেছে নিম ফুলের মধু। তবে, এবার বাজতে চলেছে ছুটির ঘন্টা। দীর্ঘ সময় ধরে টিআরপি তালিকায় ভালো স্থান ধরে থাকলেও গল্পে আমূল পরিবর্তন ও সিরিয়ালের স্লট পরিবর্তনের মধ্যে দর্শকেরা কিছুটা হলেও ইঙ্গিত পেয়েছিল যে কিছুদিনের মধ্যে বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক।

সকলের প্রিয় সৃজন-পর্ণাকে মনের মনিকোঠায় রেখে দেবে বাংলার অসংখ্য দর্শক। এমনকি ধ্যাস্টামো জেঠু, সৃজনের মায়ের তাঁর প্রতি ভালোবাসা ভুলতে পারবে না অনেকেই। এই সিরিয়ালের অনুরাগীদের মতে, এই ধারাবাহিক নিজের স্লটে সম্মানের সঙ্গে শেষ হলে আরও খুশি হত অনেকে। আবার, ৬টার সময়ের স্লটে স্টার জলসার ‘তেঁতুলপাতা’র বিপরীতে ‘নিম ফুলের মধু’ স্লটহারা হওয়াতে মনমরা হয়েছে অনেকে।

আবার অন্যদিকে সূত্রে খবর, রুবেলের আসন্ন নতুন ধারাবাহিকে দেখা যাবে নতুন মুখ। অভিনেতার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নবাগত মধুরিমা চক্রবর্তী’কে। এই নবাগতা অভিনেত্রী পেশায় মডেল। আর অল্প কিছুদিনের মধ্যেই লুকস সেট হতে চলেছে রুবেল-মধুরিমার। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির মধ্যেই নতুন সিরিয়ালের শুটিং শুরু হতে চলেছে। এই ধারাবাহিকের হাত ধরে সৌভিক চক্রবর্তী এবং সৃজিত রায়ের উদ্যোগে আসছে এক নতুন প্রযোজনা সংস্থা। এই সিরিয়ালের নায়ক-নায়িকা ঠিক হয়ে গেলেও গল্প ও নাম সমন্ধে এখনও কিছু জানা যায়নি।

Piya Chanda

                 

You cannot copy content of this page