সপ্তাহ ঘুরতেই হাজির টিআরপি (TRP)। আর এই টিআরপি আসা মানেই বুক দুরুদুরু। টেলিভিশন পর্দায় ধারাবাহিকের মেয়াদ, স্থায়িত্বকাল নির্ভর করে এই টিআরপির ওপর। দর্শক থেকে সিরিয়াল নির্মাতারা সকলের নজর থাকে সেদিকেই। তাহলে আর দেরি কেন, চটপট জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি।
বিগত কয়েক সপ্তাহ ধরেই শীর্ষস্থান অধিকার করে ছিল জি বাংলার ফুলকি। কিন্তু বাংলা সিরিয়ালের টিআরপি ওঠানামা করে। কখনো বেঙ্গল টপারের শিরোপা হারায় চরম হিট সিরিয়ালও। তাই সব সময় চলে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিশেষ করে জি বাংলা স্টার জলসার মধ্যেই সব থেকে বেশি টক্কর হয়।
টিআরপি তালিকায় সেরা সেরা হল কে?
এই সপ্তাহের টিআরপিতে দেখা যাচ্ছে জলসার দাপটে কিছুটা কোণঠাসা জি বাংলা। টিআরপি তালিকায় পঞ্চম স্থান দখল করেছে স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত রাঙামতি তীরন্দাজ। চতুর্থ স্থান দখল করেছে, জি বাংলার ফুলকি, জগদ্ধাত্রী ও স্টার জলসার উড়ান। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার গীতা এলএলবি, জি বাংলার পরিণীতা। দ্বিতীয় স্থানে জি বাংলার মেগা কোন গোপনে মন ভেসেছে। আর সবাইকে হারিয়ে বেঙ্গল টপার হল স্টার জলসার কথা।
প্রথম: কথা 7.2
দ্বিতীয়: কোন গোপনে 7.1
তৃতীয়: গীতা LLB, পরিণীতা 7.0
চতুর্থ: ফুলকি, উড়ান, জগদ্ধাত্রী 6.9
পঞ্চম: রাঙামতি 6.6
তবে এক থেকে পাঁচ তালিকার মধ্যে থেকে ছিটকে গিয়েছে জি বাংলার নিম ফুলের মধু। ধারাবাহিক একটি বর্তমানে ট্রেন্ডিং তালিকায়। শুরু হওয়ার পর থেকেই দারুন হিট হয়ে চলেছে জি বাংলার নতুন সিরিয়াল মিত্তির বাড়ি। এছাড়াও ট্রেন্ডিং তালিকায় রয়েছে স্টার জলসার শুভ বিবাহ এবং তেঁতুলপাতা।