অনুষ্ঠানে আসার কথা দিয়েও কথা রাখেননি বেবি ডল। অথচ পারিশ্রমিক বাবদ ৩০ লক্ষ টাকা ঠিক আদায় করে নিয়েছেন এই বলিউড অভিনেত্রী। এমনই জালিয়াতির অভিযোগ এনেছিল কোচির এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।
যার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনা হয় তিনি হলেন সানি লিওনি। সানির বিরুদ্ধে প্রতারণার মামলাও দায়ের করে ক্রাইম ব্রাঞ্চ। অবশেষে কেরল হাই কোর্টে বিচারাধীন সেই মামলায় স্থগিতাদেশ দিল আদালত। সানি তার আবেদনের ভিত্তিতে এই অন্তর্বতীকালীন নির্দেশ পেলেন।
বুধবার করণজিৎ কৌর অর্থাৎ সানি, অভিনেত্রীর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং অফিসের এক কর্মীর বিরুদ্ধে এই প্রতারণা মামলায় স্থগিতাদেশ দেন হাই কোর্টের বিচারপতি জিয়াদ রহমান। পরবর্তী শুনানি পর্যন্ত সানি বা অন্য দুজনের কারুর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না।
এই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে কেরালার পুলিশের প্রধানের কাছে অভিযোগ দায়ের করে পেরুম্বাভুরের বাসিন্দা আর শিয়াস নামে এক ব্যক্তি। এর ভিত্তিতে গত বছর সানিকে দু-বার জিজ্ঞাসাবাদ করে এর্নাকুলাম ক্রাইম ব্রাঞ্চ। সানি স্পষ্ট জানিয়েছিলেন তিনি অনুষ্ঠানে যোগ দিতেও রাজি কিংবা টাকা ফিরিয়ে দিতেও রাজি।