জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘টলিউডে ভীষণ রাজনীতি চলে, মেয়েকে বলিউডে লঞ্চ করতে চেয়েছিল অভিষেক’, জানালেন সংযুক্তা!

২৪ মার্চ বিশিষ্ট টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে বাংলা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। প্রায় এক মাস হতে চললো কিন্তু এখনও সেই কষ্ট থেকে বেরোতে পারেনি নায়কের পরিবার এবং সহকর্মীরা। বারবার বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে সামনে।

এতদিন নায়কের স্ত্রী সংযুক্তা এগুলি নিয়ে চুপ ছিলেন কিন্তু শেষমেশ মুখ খুলতে শুরু করেছেন তিনিও। মেয়ের বয়স মাত্র ১২ বছর। তাই এখন মা এবং মেয়েই একে অপরের সম্বল হয়ে উঠেছে।

আদরের মেয়ে ডলকে নিয়ে নায়কের স্বপ্ন ছিল কিছু বিশেষ। এবার সামনে এলো সেগুলি। বাবার মতো অভিনেত্রী হতে চায় ডল ওরফে সাইনা। মেয়েকে নিয়ে নায়কের স্বপ্ন থাকলেও নিজের ইচ্ছে জোর করে সাইনার উপর চাপিয়ে দেননি তিনি। বাবা চলে যাওয়ার পর এখন বাবার আদর্শেই বড় হতে চায় সাইনা।

মেয়েই নাকি প্রথমে অভিনয় জগতে প্রবেশের ইছে প্রকাশ করেছিল বাবার কাছে। তবে টলিউড ইন্ডাস্ট্রি থেকে যা অভিজ্ঞতা হয়েছে নায়কের সেই ভিত্তিতে তিনি মেয়েকে আর এই বাংলায় নয়, বলিউডে লঞ্চ করতে চেয়েছিলেন। এক সংবাদ মাধ্যমকে স্বামীর ইচ্ছের কথা জানান সংযুক্তা।

সংযুক্তা চান না মেয়ে অভিনয় করুক। কিন্তু ডল চায়। আর অভিষেক নিজেও এটাই চাইতেন। টলিউডে রাজনীতি বলে মেয়েকে এই ইন্ডাস্ট্রিতে লঞ্চ করতে চাননি নায়ক।

কারণ এই রাজনীতির শিকার হয়েছেন নায়ক নিজেই। মেয়েকে লঞ্চ করার দায়িত্ব এবার সংযুক্তার কাঁধে। কিন্তু নিজের থেকে কারুর কাছে যাবেন না তিনি। কেউ যদি মনে করে ডল উপযুক্ত সেই কাজের জন্যে, তবে তারাই আসবে তার কাছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page