জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গোলুমোলু দেব্যানের একবছর পূর্তি হল আজ! শ্রেয়ার ছেলের জন্মদিনে গায়িকা শেয়ার করলেন বেশ কিছু বিশেষ ছবি

কোকিল কন্ঠী গায়িকা শ্রেয়া ঘোষালের গানে মাতোয়ারা গোটা বিশ্ব। বাংলা থেকে শুরু করে হিন্দি অথবা দক্ষিণ ভারতীয় যেকোনো ভাষায় সচ্ছন্দে মাত করতে পারেন শ্রোতাদের মন।

সবথেকে বড় কথা শ্রেয়াকে নিয়ে এখন অব্দি নেই কোনো বিতর্ক। চূড়ান্ত সাফল্য এবং চূড়ান্ত প্রফেশনাল তিনি। একবছর আগে নায়িকার জীবনে এসেছে তার সন্তান।

বাইশে মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। এক বছর পূর্ণ হল দেব্যান ঘোষালের। স্বামী শিলাদিত্য ছেলেকে নিয়ে সুখের সংসার করছেন গায়িকা। ছেলের অন্নপ্রাশনের ভিডিও এর আগে ভাইরাল হয়েছে। তবে আজ ছেলের জন্মদিন। আর এই দিনটি কিভাবে সেলিব্রেট করছেন গায়িকা?

ছেলেকে আদর করে নির্বু বলে ডাকেন শ্রেয়া এবং শিলাদিত্য। সেইসঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন তিনি যেখানে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শ্রেয়া। মিষ্টি দেব্যানের ছবিতে প্রশংসায় আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন জীবনের প্রথম জন্মদিনের শুভেচ্ছা। তাঁদেরকে বাবা-মা হওয়ার সুযোগ দিয়েছে দেব্যান এবং শিখিয়েছে জীবনটা কতটা আনন্দ ভরা।

Tolly Tales

                 

You cannot copy content of this page