বিনোদন জগতে ধারাবাহিক হল দর্শকদের রোজকার জীবনে রসদ যোগানোর অন্যতম মন্ত্র। টেলিভিশন জগতে এমন কিছু সিরিয়াল (Serial) আছে যার মধ্যে সেই অর্থে মোর ঘোরানো রুদ্ধশ্বাস গল্প না থাকলেও, তার মধ্যে থাকে প্রাণবন্ত দমফাটা হাসির অজানা টনিক। যাদের উদ্দেশ্য কেবল দর্শকদের মুখে হাসির সঞ্চার করা।
বর্তমানে এমনই কিছু কমেডি সিরিয়ালের মধ্যে অন্যতম হল ‘ভাবিজি ঘর পার হে’। আর এই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা এই মুহূর্তে ঘরোতর অসুস্থ হয়ে পড়েছেন। জানা যাচ্ছে, দেরাদুনে একটি ধারাবাহিকের জন্য শুটিং করছিলেন এবং সেখানে একটি ফাইট সিনে কাজ করার সময় প্রচন্ড খারাপ হয়ে যায়।
কার্যত, শুটিং চলাকালীনই শারীরিক অসুস্থতার কারণে মাটিতে লুটিয়ে পড়লেন ভিবুতিজী ওরফে আসিফ শেখ। এরপর শুটিং বন্ধ করে অভিনেতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য মুম্বাইতে ফিরিয়ে আনা হয় তাঁকে।

প্রসঙ্গত, অভিনেতা আসিফ শেখকে বলিউডের ছোট কিংবা বড় পর্দাতে সমানভাবে কাজ করতে দেখেছেন দর্শকেরা। অভিনেতার কয়েকটি উল্লেখযোগ্য কাজ হল- হামলোগ’, ‘ইয়েস বস’, ‘করণ অর্জুন’, ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’, ‘কিসি কা ভাই কিসি কা জান’, ‘গুল সানোবার’, ‘চিড়িয়া ঘর’ আরও অনেক।
আরও পড়ুনঃ তীব্র রকমের নোংরামি দেখানো হচ্ছে! পারিবারিক বিনোদনের সীমা অতিক্রম করেছে ‘কোন গোপনে মন ভেসেছে!’ ক্ষোভ তুঙ্গে, দর্শকদের, বয়কটের হুঁশিয়ারি!
বলাই বাহুল্য, আসিফ শেখের আগেও এমন অনেক অভিনেতা কিংবা অভিনেত্রীরা রয়েছেন যারা শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে, এখন কিছুটা হলেও সুস্থ আছেন আসিফ।