জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Disha Patani: বরাবর দামী অ’ন্ত’র্বাসে কেড়েছেন নজর! এবার পরনে অর্ধ’ন’গ্ন পোশাক! সব মাত্রা ছড়িয়ে গেলেন নায়িকা! নেটিজেনরা দিয়ে দিল ‘প’র্ণস্টা’র’ তকমা! 

তিনি কেলভিন কেইনের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই প্রায়শই নানা ধরনের অ’ন্ত’র্বাস পরে ছবি ছাড়তেন। শিকার হলেন চরম কটূক্তির। তাই কমেন্ট অফ করে দিলেন। কিন্তু নিজের পছন্দের সঙ্গে আপোষ করেননি তিনি।

ঠিক ধরেছেন। কথা হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি সম্পর্কে। ২০১৫ সালে তামিল ছবি ‘লোফার’ দিয়ে বড় পর্দায় পদার্পণ। হিন্দি ছবিতে প্রথম কাজ ‘এমএস ধোনি’।

তবে সিনেমার থেকেও বেশি নিজের এই বোল্ড ছবির জন্যই বিখ্যাত তিনি। সম্প্রতি নিজের সি থ্রিু পোশাকে একাধিক ছবিতে উ’ষ্ণতার মাত্রা ছাপিয়েছেন অভিনেত্রী। জামাটি যেন তাঁর শরীরের প্রত্যেকটা অংশের নিপুণতা ফুটিয়ে তুলতে বিশেষ করে তারই জন্য বানানো হয়েছে।

স্বাভাবিকভাবেই এই ছবিতেও নেটিজেনদের একাংশ নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, অভিনেত্রী তো কোনও অংশেই নন বরং একজন প’র্ণস্টা’র লাগছেন।

যদিও এতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনি আছেন তাঁর আনন্দ নিয়ে। দীর্ঘদিন টাইগার শ্রফের সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রীর। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ইতি টানেন দুজনেই। যদিও বর্তমানে আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে ডেট করতে ব্যস্ত দিশা।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page