জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রথমবার প্রকাশ্যে রাজকুমার ও পত্রলেখার একরত্তির ঝলক! ভাগ করলেন নামও? কী নাম রাখলেন রাজকন্যার? কার মতো দেখতে হলো সে?

গত বছরের জুলাই মাসে রাজকুমার রাও ও পত্রলেখা তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। সেই মুহূর্ত থেকেই অনুরাগীদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। অবশেষে ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁদের ঘরে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। তবে এতদিন পর্যন্ত মেয়ের ছবি বা নাম প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি, যা কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল।

নতুন বছরের শুরুতেই সেই অপেক্ষার অবসান ঘটালেন রাজকুমার ও পত্রলেখা। রবিবার সকালে সমাজমাধ্যমে একটি আবেগঘন ছবি শেয়ার করেন তাঁরা। ছবিতে দেখা যায় তাঁদের দুই হাতের মাঝে ছোট্ট কন্যার কোমল হাত। একই সঙ্গে জানানো হয় মেয়ের নাম পার্বতী পাল রাও। বাঙালি পত্রলেখা মেয়ের নামের মধ্যে রেখেছেন বাঙালিয়ানার ছোঁয়া এবং দেবী দুর্গার রূপ পার্বতীর নামের মাধ্যমে এক আধ্যাত্মিক অনুভূতিও যুক্ত করেছেন।

এর মাঝেই পত্রলেখার সাফল্য ঘিরেও খুশির খবর এসেছে। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হয়ে মঞ্চে পুরস্কার গ্রহণ করেন রাজকুমার। সেখানে তিনি জানান, তাঁর দুই ডার্লিং তাঁকে হাসপাতালে অপেক্ষা করছে। স্ত্রীর অভিনয় দক্ষতার প্রশংসা করে বলেন, সুযোগ পেলেই পত্রলেখা নিজের প্রতিভার প্রমাণ দেন, হোক তা ফুলে কিংবা আইসি ৮১৪ বা সিটিলাইটস।

ইনস্টাগ্রামেও স্ত্রীর উদ্দেশে ভালোবাসা ও গর্বের কথা প্রকাশ করেন রাজকুমার। তিনি লেখেন, গত বছর পত্রলেখার কাজ তাঁকে অনুপ্রাণিত করেছে এবং তিনি সত্যিই সেরা। এই পোস্টে ভরে ওঠে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায়। দাম্পত্যের পাশাপাশি পেশাগত সাফল্যও তাঁদের জীবনে এনে দিয়েছে নতুন আনন্দের রং।

প্রসঙ্গত, রাজকুমার ও পত্রলেখার প্রেমের শুরু ২০১০ সালে। পরে ২০১৪ সালে সিটিলাইটস ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্ক আরও গভীর হয়। দীর্ঘ ১১ বছরের সম্পর্কের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বন্ধুত্ব, ভালোবাসা ও বিশ্বাসের এই দীর্ঘ যাত্রার পর এবার তাঁদের জীবনে যুক্ত হলো পিতৃত্ব ও মাতৃত্বের নতুন অধ্যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page