জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“কেকে আমার ভাই…” ! শোকস্তব্ধ কেকের বন্ধু সোনু নিগম,লাইভে তার গান গাইতে গাইতে ঝরঝর করে কাঁদলেন সোনু

প্রেম, বিরহ, বিচ্ছেদ, আনন্দ, বৃষ্টি, দুঃখ, বন্ধুত্ব- এসব কোটি অনুভূতিতে ৯০ দশকের ছেলে-মেয়েদের মনের মধ্যে মিশে রয়েছেন সোনু নিগম, কেকে। তার মধ্যে একজন আজ আর এই পৃথিবীতে নেই। এটা অবিশ্বাস্য। তবু এটাই বাস্তব।

জীবনের শেষ নিশ্বাস অবধি মানুষকে খাঁটি বিনোদন দিয়ে গেলেন বলিউড গায়ক কেকে। মঙ্গলবার স্টেজে ২০টি গান শুনিয়েছেন কেকে এবং সবকটি তাঁর একের পর এক হিট গান। ঠিক তার পরেই এলো তাঁরই মৃত্যু সংবাদ। এটাও কী করে সম্ভব? এমনটাই যখন ভাবতে ব্যস্ত গোটা কল্লোলিনী তিলোত্তমা, সেই সময়েই সকলকে ফাঁকি দিয়ে ততক্ষণে আর নেই কেকে।

এবার এই জনপ্রিয় সংগীতশিল্পীর অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর সমসাময়িক বলিউড গায়ক সোনু নিগম। প্রায় একসঙ্গে দু’জনের পথ চলা, প্রায় একসঙ্গে সাফল্য পাওয়া। তাই সোনু নিগমের কেরিয়ারের অনেকটা অংশ জুড়ে যে বন্ধুবরেন্য শিল্পী কেকে রয়েছেন তা বলাই বাহুল্য।

মঙ্গলবার ফেসবুকে গায়কের উদ্দেশ্য পোস্ট করলেন সোনু। তিনি লিখলেন “কেকে, আমার ভাই আবার দেখা হবে। ওম শান্তি”। এই দুই শিল্পী একাধিকবার স্টেজে একসঙ্গে পারফর্ম করেছেন। বলা যায় স্টেজ কাঁপিয়ে দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই নিজের সহকর্মীর প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন সোনু।

Piya Chanda

                 

You cannot copy content of this page