জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভারতীয় বিনোদন জগতের গভীর শোকের ছায়া! একাধিক চরিত্রে অভিনয় করে দর্শকের মনে চিরস্মরণীয় হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেত্রী!

ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগের কিছু মুহূর্ত আজও মনে আছে দর্শকদের। সেই সময়ের রঙিন সিনেমা, গান ও অসাধারণ নৃত্যশৈলী কেবল বিনোদনই দেয়নি, বরং মানুষের মনে এক গভীর ছাপ রেখে গেছে। এই শিল্পের নানা কাহিনী আজও অনেকের মনে আছে। তবে সম্প্রতি এক দুঃসংবাদ পুরো ভারতীয় সিনেমা প্রেমীদের মনে শোকের ছায়া ফেলেছে।

দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমার প্রখ্যাত অভিনেত্রী শিল্পী হিসেবে দর্শকের মন মাতিয়ে রেখেছিলেন। তার অভিনয়, নৃত্যশৈলী এবং কেরিয়ারের নানা উল্লেখযোগ্য মুহূর্ত আজও চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে অম্লান। ভি. শান্তারামের সাথে তার সহযোগিতায় তৈরি বহু কালজয়ী সিনেমা দর্শকের মনে চিরস্থায়ী হয়ে আছে।

প্রবীণ অভিনেত্রী, যিনি ভারতীয় সিনেমার ‘গোল্ডেন এরা’-র এক উজ্জ্বল মুখ ছিলেন, সম্প্রতি ৯৪ বছর বয়সে আমাদের মাঝে নেই। সন্ধ্যা শান্তারাম, যিনি ভি. শান্তারামের স্ত্রী এবং একাধিক কালজয়ী চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন, মূলত বার্ধক্যজনিত সমস্যার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের শিবাজী পার্কের বৈকুণ্ঠ ধামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবার, নিকটাত্মীয় এবং বহু ভক্ত তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

sandhya shantaram, passes away, বিনোদন জগত, সন্ধ্যা শান্তারাম

তিনি বিশেষভাবে পরিচিত ‘দো আঁখেঁ বরা হাত’ (১৯৫৭) এবং ‘পিঞ্জরা’ (১৯৭২) চলচ্চিত্রের মাধ্যমে। ‘দো আঁখেঁ বরা হাত’-এ তিনি চম্পা চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তার নৃত্য ও অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এই সিনেমাটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সিলভার বিয়ার’ এবং ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার লাভ করেছিল। অন্যদিকে ‘পিঞ্জরা’-তে তিনি এক জটিল চরিত্রে অভিনয় করেছেন, যেখানে প্রেমিকা, নর্তকী এবং সামাজিক বিতর্কের কেন্দ্রে থাকা নারীর জীবনকে ফুটিয়ে তুলেছিলেন।

সন্ধ্যা শান্তারামের অবদান ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। তার প্রতিভা, অভিনয় এবং নৃত্যশৈলী আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে। চলচ্চিত্র প্রেমীরা তাকে স্মরণ করবেন কেবল একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন শিল্পী হিসেবে, যিনি ভারতীয় সিনেমার স্বর্ণযুগকে চিরস্মরণীয় করে রেখেছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page