জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এত বড় বড় দাড়ি কেন রাখেন অরিজিৎ সিং? জিয়াগঞ্জের ছেলের উত্তর শুনলে প্রশংসা করতে বাধ্য হবেন আবারও

শুধু বলিউড নয়, টলিউডেও একইভাবে নিজের জন্যে পাকাপাকি স্থান তৈরি করেছেন গায়ক অরিজিৎ সিং। প্রথম জার্নি শুরু একটি গানের প্রতিযোগিতা থেকে। সেখানে জিততে না পারলেও নামিদামি শিল্পীদের নজরে এসে গেছিলেন অরিজিৎ। আর সেখান থেকেই সাফল্যের সিঁড়িতে উঠতে শুরু করেন তিনি। আর আজ গোটা বিশ্বের কাছে এই নাম, এই গলা একটা আবেগ।

তবে শুধু অসাধারণ গায়কী নয়, এত বড় মাপের তারকা গায়ক হওয়া সত্বেও যে অতি সাধারণ মানের জীবনযাপন করেন অরিজিৎ সেটাই মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের। কোনও পার্টিতে নেই তিনি।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্বল্পবিস্তর যান। আর হাবভাব, বেশভূষা একেবারেই সাদামাটা। কোটি টাকা উপার্জন করেন। কিন্তু চেহারায় সেই চাকচিক্য নেই। যা আছে তা হলো লম্বা দাড়ি। কিন্তু সেটা কেনো?

ব্যস্ততা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কারণ? কপিল শর্মা শো’তে ক্যামেরার সামনে কপিলের এই প্রশ্নের উত্তর দিয়েছেন অরিজিৎ। বলা যায় এই প্রথম এভাবে ধরা দিলেন তিনি।

আসলে তিনি নাকি মুম্বই থাকলে দাড়ি কাটেন না। জিয়াগঞ্জ অর্থাৎ বাংলায় মুর্শিদাবাদে তাঁর নিজের বাড়ি এলে তবেই কাটেন সেই লম্বা দাড়ি। তবে এর কারণটা আপনাদের আরো অবাক করবে। মুম্বইয়ে দাড়ি কাটার খরচ অনেক, জানিয়েছেন দেশ বিদেশে অহরহ শো করে আসা অরিজিৎ স্বয়ং।

এত বড় মাপের একজন গায়ক, তার কি আবার টাকার অভাব হয়? অরিজিতের এই নিতান্তই সাদাসিধা জবাব আবার একবার মন জিতে নিয়েছে মানুষের। এতটা সারল্য যে এখনও তিনি বজায় রাখতে পেরেছেন এত বছর গ্ল্যামার দুনিয়ায় থেকেও সেটাই ভাবতে বাধ্য করে বা বলা যায় সেটাই শিক্ষা দেয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page