জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিঠাইয়ের শাক্যর নতুন ইনিংস! এবার হিন্দি সিনেমায় মিঠাই সিদ্ধার্থর ছেলে ধৃতিষ্মান চক্রবর্তী!

টেলিভিশনের দুনিয়ায় অনেক খুদে অভিনেতা-অভিনেত্রী তাঁদের প্রতিভা দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে। সেই তালিকায় এক উজ্জ্বল নাম ‘ধৃতিষ্মান চক্রবর্তী’ (Dhritshman Chakraborty)। ছোট বয়সেই তাঁর অভিব্যক্তি, সংলাপ বলার দক্ষতা, মন্ত্রমুগ্ধকর কণ্ঠস্বর এবং সাবলীল অভিনয় নজর কেড়েছে সকলের। বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছে সে এখন এক পরিচিত মুখ, যার উপস্থিতি পর্দায় মানেই একরাশ মুগ্ধতা।

বর্তমানে ধৃতিষ্মানের কেরিয়ার গ্রাফ চড়াই পথে। শিশু শিল্পী হিসেবে যেভাবে সে প্রতিটি চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছে, তাতে স্পষ্ট তাঁর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। পরিবারের সহযোগিতা ও নিজের একাগ্রতার জোরে খুব অল্প সময়েই সে জায়গা করে নিয়েছে টলিপাড়ার প্রথম সারির খুদে অভিনেতাদের মধ্যে। সাধারণ দর্শক থেকে শুরু করে টেলিভিশনের তারকারাও খুদের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।

Dhritishman

সম্প্রতি ধৃতিষ্মানের সামাজিক মাধ্যমে শেয়ার করা এক তথ্যে উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীমহলে। জানা যাচ্ছে, নতুন এক প্রোজেক্টের জন্য সে পাড়ি দিয়েছে মুম্বইয়ে। যদিও এখনও পর্যন্ত প্রকল্পটির বিষয়ে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি, তবে অনেকেই অনুমান করছেন, এটি হয়তো কোনো বিজ্ঞাপন বা ওয়েব প্রোজেক্ট হতে পারে। এই নতুন যাত্রা ধৃতিষ্মানের কেরিয়ারে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন অনেকে।

এই জল্পনার আরও একটা কারণ হল, জয়তী বাজাজ নামে এক বলিউড ব্যক্তিত্বের ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ছবি। সেই ছবিতে ধৃতিষ্মানকে দেখা গিয়েছে, যা দেখে অনেকেই ধরে নিচ্ছেন, কোনও নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করছে এই খুদে তারকা। তবে প্রোজেক্টের প্রকৃতি যতই গোপন রাখা হোক না কেন, এটা নিশ্চিত যে জাতীয় স্তরে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছে ধৃতিষ্মান।

শাক্য চরিত্রে মিঠাইতে যাঁরা প্রথম ধৃতিষ্মানকে দেখেছিলেন, তাঁরা জানেন এই ছোট্ট ছেলেটার অভিনয়ে কতটা পরিণত ভাব রয়েছে। সেই দক্ষতাকেই সঙ্গী করে এবার সে এগোচ্ছে এক নতুন দিগন্তের দিকে। বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরের কাজের সুযোগ পাওয়া নিঃসন্দেহে বড় সাফল্য। ধৃতিষ্মানের এই যাত্রা আরও উজ্জ্বল হোক—এটাই এখন দর্শকদের একান্ত কামনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page