‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অবশেষে হাজির সেই বহু প্রতীক্ষিত বিয়ের পর্ব। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আর্য ও অপর্ণার সাতপাকে বাঁধা পড়ার তোড়জোড় তুঙ্গে। দর্শকের মনেও উত্তেজনা চরমে। কিন্তু এই বিয়ে কি সত্যিই নির্বিঘ্নে সম্পন্ন হবে, নাকি শেষ মুহূর্তে অপেক্ষা করছে বড় কোনও চমক?
নতুন প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে গায়ে হলুদের আনন্দমুখর পরিবেশ। দুই পরিবারের খুশির আবহে সব কিছু স্বাভাবিকই লাগছিল। কিন্তু আচমকাই সব ওলটপালট করে দেয় অপর্ণা। আর্যর হলুদ তার গায়ে লাগাতে গিয়েই নায়িকা জানিয়ে দেয়, তার নাকি আগেই বিয়ে হয়ে গিয়েছে। মুহূর্তে থমকে যায় চারদিক।
এই ঘোষণার পর থেকেই দর্শকের মনে প্রশ্নের ঝড়। সত্যিই কি অপর্ণার অতীতে লুকিয়ে আছে কোনও অজানা বিয়ের অধ্যায়, না কি এর আড়ালে রয়েছে অন্য কোনও রহস্য। নায়িকার এই আচরণ যে গল্পে বড় মোড় আনতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
আর একটি প্রোমোতে অবশ্য বিয়ের দৃশ্য সম্পন্ন হতে দেখা যায়। সাতপাক ঘোরার সময় অপর্ণার মনে ভিড় করে আসে অদ্ভুত স্মৃতি। হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে আর্যর প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর মুখ। বিভ্রান্ত হলেও শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হয়, সিঁদুর পরায় আর্য।
আরও পড়ুনঃ ভালবাসার স্বাধীনতা নিয়ে সমাজ এখনও দ্বিধাগ্রস্ত! সুচন্দ্রার সমলিঙ্গে বিয়ে নিয়ে কী বলছে টলিউড?
এই অস্বাভাবিকতার নেপথ্যে ঠিক কী রয়েছে, তার উত্তর মিলবে আগামী পর্বে। বিতর্ক আর নায়িকা বদলের পর ধারাবাহিকের টিআরপি কিছুটা কমেছে ঠিকই। তবে এই রহস্যময় টুইস্ট গল্পে নতুন প্রাণ ফেরাবে বলেই আশা দর্শকের।
