জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রুক্মিণীকে আল ভালোবাসেন না দেব! পাত্র খুঁজছেন নিজের প্রেমিকার জন্যে, বিয়ে দিয়ে দেবেন রুক্মিণীর

দেব ও রুক্মিনীর সম্পর্ক এখন আর কে না জানে?
দীর্ঘ বেশ কয়েকবছর ধরেই নাকি সেই সম্পর্ক চলছে। সম্প্রতি আবার দেব নিজেই ঘোষণা করেছিলেন যে যেদিন কিসমিস মুক্তি পাবে সেদিনই বিয়ে করে নেবেন রুক্মিণীকে। কিন্তু এবার অন্য সুরে কথা বলছেন দেব। হঠাৎ রুক্মিনীর জন্য নিজেই কেনো পাত্র খুঁজছেন দেব?

এই মাসের শেষের দিকে মুক্তি পাবে এবং রুক্মিনীর সিনেমা কিশমিশ। মুক্তির আগে তার প্রচার এর জন্য কোন কসুর রাখতে চাইছেন না এই দুই তারকা।

একাধিক রিয়ালিটি শোয়ের মঞ্চ থেকে শুরু করে মেট্রোতেও প্রচার সারছেন দুজনেই। সেরকমই জি বাংলার বিখ্যাত রান্নাঘর অনুষ্ঠানে হাজির হয়েছেন দুজনে। এই প্রথমবার রান্নাঘরে ছবির প্রচার করছেন। মটন কিশমিশ মিঠা কাবাব বানিয়েছেন দুজনে মিলে।

রুক্মিনীর হাতের রান্না খেয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন দেব। রান্না এতটাই সুস্বাদু হয়েছিল যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। বলে ফেলেন যে যাঁরা ভালো রান্না জানা পাত্রী খুঁজছেন তাঁরা রুক্মিনীর সঙ্গে কথা বলতে পারেন।

রান্নার পাশাপাশি রুক্মিনীকে দেখতেও যে ভালো সেটাও বলতে ভুললেন না নায়িকার প্রেমিক। অবশেষে জানা গেল পুরোটাই মজার ছলে করেছেন দেব।

Piya Chanda

                 

You cannot copy content of this page