জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘জিন্দেগি দো পল কি’ গেয়ে বলিউড গায়ক কেকে’কে শ্রদ্ধার্ঘ্য জানালেন হিরো আলম! ‘কান বন্ধ করে বসে থাকতে হবে’, ভয়ঙ্কর গান আর তার উচ্চারণ নিয়ে ট্রোলের বন্যা নেটপাড়ায়

এতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল আমরা চিরকালের মতো হারিয়ে ফেলেছি দেশের অন্যতম প্রতিভাবান গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’কে। যারা নব্বইয়ের দশকে বড় হয়ে উঠেছেন তাদের কাছে কেকে হল ইমোশন। পল, ইয়ারো দোস্তি হলো মনের খুব কাছের দুই গান। এছাড়া অজস্র সিনেমার গান গেয়েছেন কেকে যেগুলো সুপার ডুপার হিট। তাকে ছাড়া বলিউডের সঙ্গীত জগত অচল। 1996 এ শুরু করেছিলেন ক্যারিয়ার, 2022 সালে এসেও বজায় ছিল তার ধারাবাহিকতা।

তার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। কলকাতায় এসে তার মৃত্যু ঘটেছে।তার খানিকটা দায় ম্যানেজমেন্টের এবং বাকিটা কেকের শারীরিক অসুস্থতা। তবে রূপঙ্কর বাগচী লাইভ ভিডিও করে কেকে’র মৃত্যুর আগে তার বিরুদ্ধে বিষোদগার করেছিলেন তার জবাব হাড়ে হাড়ে তাকে টের পাইয়ে দিচ্ছে বাঙালি। একের পর এক জায়গা থেকে ব্যান হচ্ছেন গায়ক।

বলিউডের অনেকেই কেকে’র গান গেয়ে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।অরিজিৎ সিং যেমন লাইভ কনসার্ট করতে করতে কেকে’র প্রতি তার ভালোবাসা জানিয়েছেন কেকে’র অনেক গান গেয়ে।তবে এবার সুদূর বাংলাদেশের এক বিখ্যাত ব্যক্তিত্ব কেকের উদ্দেশ্যে তার গাওয়া একটি গান নিজের কন্ঠে গেয়ে শোনালো, যা শুনে মাথায় হাত দিয়ে বসে রয়েছে শ্রোতারা।

জিন্দেগি দো পল কি বলে কেকে’র একটি বিখ্যাত গান রয়েছে। এবার সেটিকে নিজের কন্ঠে গাইলেন বাংলাদেশের হিরো আলম। ইন্তেজার কব তককে উচ্চারণ করলেন ইন্টিজার কাপতাপ। বেসুরো তো অবশ্যই। তার এই গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানুষ নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না।

অধিকাংশ মানুষ বলছেন, ভাই তুই এবার বন্ধ কর। তোর এই গান শুনলে কেকে বেঁচে উঠবে। গানটার গুষ্টির ষষ্ঠীপুজো করিস না। তবে অনেকে বলছেন যে হিরো আলম যা করেছেন কিন্তু সেটা ভারতের অনেক গায়ক-গায়িকাই করে উঠতে পারেননি সেটা বাংলাদেশের একজন মানুষ কিন্তু করে দেখিয়েছেন। পড়শী দেশের এক বিখ্যাত গায়কের অকাল মৃত্যুতে যেমন ভাবেই হোক না কেন সম্মান জানিয়েছেন হিরো আলম, আর এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই ‌

Piya Chanda