জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার রানু মন্ডলের সঙ্গে গান গাইলেন হিরো আলম!ভালো গায়িকা রানু দিদির সঙ্গে গান গেয়ে আবেগে ভাসছেন বাংলাদেশের সুপারস্টার

বাংলাদেশের গায়ক অভিনেতা ভারতে এসে পরপর দুটি চমক দিলেন। আগেই ভাইরাল হয়েছিল বাদাম কাকুর সঙ্গে ছবি। জানা গিয়েছিল পশ্চিমবঙ্গের ভাইরাল গায়ক ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে একটি গান রেকর্ড করছেন হিরো আলম।

এবার আবার তাঁকে দেখা গেলো রানু মন্ডলের সঙ্গে। রানু মন্ডলের সঙ্গেও গান রেকর্ড করবেন তিনি। রবিবার এই তথ্য জানা গেল। হিরো আলম এবার নতুন গান গাইতে চললেন লতাকণ্ঠী হিসেবে ভাইরাল, রানাঘাটের রানু মন্ডলের সঙ্গে।

জানা গিয়েছে যে লেকটাউনের একটি স্টুডিওতে গান রেকর্ড করা হয়েছে। ‘তুমি ছাড়া আমি’ গানটি লিখেছেন নজরুল কবির। সুর দিয়েছেন এফ এ প্রীতম। সংগীত আয়োজন করেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। হিরো আলমকে জিজ্ঞাসা করা হয়েছে রানু মন্ডলের সঙ্গে গান রেকর্ড করে তাঁর তেমন অভিজ্ঞতা হয়েছে? উত্তরে তিনি জানান যে রানু দিদি ভালো গায়িকা।

তাঁর কণ্ঠের জাদুতে হিমেশ রেশমিয়া নিজেই এসেছিলেন তাঁর কাছে। বলিউডের গান গেয়েছেন রানু মন্ডল। তাই তাঁর সঙ্গে গান রেকর্ড করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন হিরো আলম। বাদাম কাকু এবং রানু মন্ডলের সঙ্গে গান রেকর্ড করে তাঁর খুব ভালো লাগলো।

বাংলাদেশে হিরো আলম কতটা জনপ্রিয়তা আলাদা করে বলে বোঝানোর দরকার নেই। কিন্তু তার পাশাপাশি সমালোচনাও হয়েছে প্রচুর। তবে সেগুলিকে বিশেষ তোয়াক্কা করেন না তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page