জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হাম্পির বুকে লুকিয়ে থাকা হীরের সন্ধানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! নতুন অভিযানে কাকাবাবুর! লুকিয়ে আছে কী বিপদ?

এই শীতে দর্শকদের জন্য ফের রোমাঞ্চের ডালি সাজিয়ে আসছেন রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু। রহস্য ভেদ করতে তাঁর এবারের গন্তব্য কর্ণাটকের ঐতিহাসিক হাম্পি। বিজয়নগরের ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে থাকা হীরের খোঁজে শুরু হবে এক দুঃসাহসিক অভিযান। আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি, তার আগেই প্রকাশ্যে এসেছে ট্রেলার, যা ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে দর্শকদের মধ্যে।

ট্রেলারে দেখা যাচ্ছে পরিচিত দৃঢ়তা আর বুদ্ধিদীপ্ত মগজাস্ত্র নিয়ে কাকাবাবু আবারও বিপদ জয় করতে প্রস্তুত। রহস্যের জট খুলতে তাঁর সঙ্গে এবার শুধু সন্তুই নয়, অভিযানে সঙ্গ দেবে জোজো, রিঙ্কু ও রঞ্জনাও। হাম্পির বিস্তীর্ণ প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন স্থাপত্যের মনোরম দৃশ্য ছবিতে নতুন মাত্রা যোগ করেছে। অ্যাকশন, বুদ্ধির লড়াই এবং রোমাঞ্চের মেলবন্ধন দর্শকদের টানবে বলেই মনে করছেন অনেকে।

এই ছবি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন। সুরের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, যার সংগীত গল্পের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস বিজয়নগরের হিরে অবলম্বনে চন্দ্রাশিস রায়ের পরিচালনায় তৈরি এই ছবি কাকাবাবু সিরিজে নতুন অধ্যায় যোগ করতে চলেছে।

এর আগে ২০১৩ সালে দর্শক পেয়েছিলেন মিশর রহস্য, এরপর ২০১৭ সালে আসে ইয়েতি অভিযান। দীর্ঘ অপেক্ষার পর আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাকাবাবুর ভূমিকায় ফিরছেন, যা তাঁর অনুরাগীদের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি। রহস্যপ্রেমী দর্শকদের জন্য এই প্রত্যাবর্তন এক বিশেষ উপহার হয়ে উঠতে পারে।

এই ছবিতে কাকাবাবু চরিত্রে প্রসেনজিৎ ছাড়াও সন্তুর ভূমিকায় রয়েছেন আরিয়ান ভৌমিক। আরও অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজনন্দিনী পাল, অনুজয় চট্টোপাধ্যায়, পুষণ দাশগুপ্ত এবং শ্রেয়া ভট্টাচার্য। সব মিলিয়ে অ্যাডভেঞ্চার, রহস্য আর চোখ জুড়ানো দৃশ্যের মিশেলে এই শীতে কাকাবাবুর অভিযান যে দর্শকদের টানবে, তা বলাই যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page