দর্শকের কৌতূহল যেন কখনো শেষ হয় না দেবচন্দ্রিমা সিংহরায়কে নিয়ে। ছোট পর্দা থেকে বড় পর্দা—অভিনেত্রীর জীবনযাত্রা সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কেউ তাঁর ভ্রমণ নিয়ে প্রশ্ন তোলে, কেউ আবার তাঁর ঘরের বিলাসিতা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখলেই কৌতূহল জন্মায়, “এত টাকা কোথা থেকে আসে?”—এমন প্রশ্ন ঘুরে বেড়ায়।
সম্প্রতি দেবচন্দ্রিমার বাড়ির দাম নিয়ে গুঞ্জন চলছে। শোনা যায়, তিনি আড়াই কোটি টাকার ফ্ল্যাটে থাকেন এবং মাসিক প্রায় এক লক্ষ টাকা কিস্তি দেন। কেউ কেউ তাঁর বিলাসবহুল ভ্রমণ ও ব্যয়বহুল জীবনধারাকে নিয়ে কটাক্ষ করেন। এই সমস্ত জল্পনা ও প্রশ্নের মধ্যে দেবচন্দ্রিমা নিজেই মুখ খুলেছেন।
অভিনেত্রী জানালেন, “আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একসাথে আড়াই কোটি টাকা আমি দেখিনি। যদি এত কোটি টাকার কিছু করি, আমি কেন বলব না? কেন লুকিয়ে রাখব?” দেবচন্দ্রিমা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, তাঁর অর্জিত সাফল্যের পিছনে অনেক কষ্ট, ত্যাগ এবং ধৈর্য কাজ করেছে। তিন বছর ভ্রমণ বাদ দিয়ে নিজের লক্ষ্যে কাজ করেছেন তিনি।
তিনি বলেন, “তিলে তিলে আমি নিজের জায়গা তৈরি করেছি। অনেক দিন হয়তো খাইনি, অনেক ত্যাগ করেছি। জীবনের অনেক কিছু ছেড়ে আজ আমি যেখানে পৌঁছেছি, সেটি আমার নিজের চেষ্টা ও পরিশ্রমের ফল।” দেবচন্দ্রিমা এই অর্জন নিয়ে গর্বিত, এবং মনে করেন, নিজের বাড়ি তৈরি করা কোনও অপরাধ নয়।
আরও পড়ুনঃ বলিউডের ছায়ায় অভিনেত্রী ইধিকা পাল ! শ্রীদেবীর জন্মদিনে স্পেশাল লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নায়িকা! দেখে মুগ্ধ নেটপাড়া
সম্প্রতি দেবচন্দ্রিমা তাঁর নতুন শাড়ির ব্যবসা শুরু করেছেন, যা তাঁর মা ও দিদিই সামলাচ্ছেন। একই সঙ্গে ওয়েব সিরিজের কাজও চলমান। ১৫ অগাস্ট মুক্তি পাবে তাঁর নতুন সিরিজ ‘তোমাকে বুঝি না প্রিয়’। দর্শকরা নতুন কাজ এবং ব্যবসায়িক উদ্যোগেও তাঁর সাফল্যের গল্প জানতে আগ্রহী।