Connect with us

Entertainment

লক্ষ্মীকান্তপুরের বিখ্যাত কীর্তনশিল্পী পদ্মপলাশের গানে মুগ্ধ নেট দুনিয়া! এবার তিনি আসছেন সারেগামাপায়, ভাইরাল ভিডিও

Published

on

Padma Palash

জি বাংলার পর্দায় সম্প্রতি শেষ হয়েছে দাদাগিরি। এবার আসতে চলেছে বহুদিন ধরে চলা গানের রিয়েলিটি শো সারেগামাপা। এই অনুষ্ঠানের দর্শক সংখ্যা গুনে শেষ করা যাবে না বাংলায়। এমন কোন পশ্চিমবঙ্গবাসী নেই যে এই শো সম্পর্কে জানে না।

কিভাবে পর্যন্ত সারেগামাপা সং সাধনা করতেন এই অভিনেতা যিশু সেনগুপ্ত। এবার জানা গেল সঞ্চালনা করতে আসছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।

বিচারকের আসন থাকবেন অজয় চক্রবর্তী থেকে শুরু করে শান্তনু মৈত্রেরর মতো সঙ্গীত জগতের জনপ্রিয় ব্যক্তিত্বরা। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ঝলক যেখানে দেখা গেল লক্ষীকান্তপুর এর বিখ্যাত কীর্তন শিল্পী পদ্মপলাশ। খুন করে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

কীর্তন শিল্পী প্রতিযোগী হিসেবে উপস্থিত হবেন গ্র্যান্ড অডিশনে এমনটাই আন্দাজ করা গেল এক ঝলক দেখে। সেই গান শুনে এর মধ্যেই মুগ্ধ হয়ে গেছে দর্শকরা।

শুধু তাই নয় প্রতিযোগিতা থেকে যাতে কোনোভাবেই বাদ না দেওয়া হয় এই শিল্পীকে, সেই আর্জি জানানো হয় নেট দুনিয়ায়। পাশাপাশি লক্ষীকান্তপুরের মত গ্রামীণ এলাকা থেকে উঠে এসে এত বিখ্যাত একটি স্টেজে পারফর্ম করছেন তিনি, তাতে প্রশংসা পেয়েছেন দর্শকদের থেকে।